কালিয়াগঞ্জ ব্লকের মেয়ে পাচারকারী দলের নায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা শাসককে লিখিত অভিযোগ প্রতিবন্ধী সমিতির
1 min readকালিয়াগঞ্জ ব্লকের মেয়ে পাচারকারী দলের নায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা শাসককে লিখিত অভিযোগ প্রতিবন্ধী সমিতির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–প্রতিবন্ধী মেয়েদের পাচার করার অভিযোগ জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন বলে জেলা সম্পাদক উত্তম গুহ শনিবার জানান। উত্তর দিনাজপুর জেলা থেকে কাজের লোভ দেখিয়ে অনেক মেয়েদের সর্বনাশ করে আসছে একটি চক্র।সম্প্রতি কালিয়াগঞ্জ ব্লকের সাহাপুর গ্রামের দোলা বর্মনের বিরুদ্ধে গ্রামের মেয়ে পাচারের লিখিত অভিযোগ উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনার কাছে জমা দিয়েছেন গত ২/৬/২০২০ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির
উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে।প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক উত্তম গুহ সাংবাদিককে জানান সম্প্রতি ইটাহার,কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ ব্লকের তিনজন প্রতিবন্ধী মেয়েদের কাজ দেবার লোভ দেখিয়ে উত্তর দিনাজপুর জেলা থেকে নেপালে নিয়ে যাবার অভিযোগ আনেন।এই অভিযোগ এনে কালিয়াগঞ্জ থানায়, ইটাহার থানায় এবং রায়গঞ্জ থানায় দোলা বর্মনের নামে অভিযোগ আনা হয়।জানা যায় তিন জন প্রতিবন্ধী মহিলা তারা খারাপ ভাবসাব বুঝতে পেরে নেপাল থেকে কোন রকম ভাবে পালিয়ে আসে।প্রতিবন্ধী তিন মহিলা জেলা সম্পাদক উত্তম গুহ্কে সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করে। তারা দোলা বর্মনের শাস্তি দাবি করছে।তাদের বক্তব্য দোলা বর্মন তাদের মত অনেক দরিদ্র মেয়েদের সর্বনাশ করেছে ।এ ব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের মাধবপুর গ্রামের যার বিরুদ্ধে অভিযোগ জেলা শাসকের কাছে করা হয়েছে সেই দোলা বর্মন কে এই প্রতিবেদক এ ব্যাপারে প্রশ্ন করে তার বক্তব্য কি জানতে চাইলে দোলা বর্মন বলেন তার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগের কোন ভিত্তিই নেই।তিনি প্রথমে বলেই উত্তম গুহের কাছেই জেনে নিন আমার বিরুদ্ধে কিকি অভিযোগ আছে।এর পর বলেন আমার বিরুদ্ধে চক্রান্ত করা হছে আমি বুঝতে পারছি।এত লোক থাকতে আপনার বিরুদ্ধে কেন চক্রান্ত করতে যাবে?তার উত্তর দোলা বর্মন বলেন নিশ্চয় কোন কারন আছে যার জন্য এসব করছে।আপনি কি প্রতিবন্ধী তিন মহিলাকে নেপালে নিয়ে যাননি? তার উত্তরে তিনি বলেন আমি কেন মহিলাদের নেপালে নিয়ে যাবো?আমার কোন প্রয়োজন আছে?আপনার বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ আনার পরে কি কারনে অভিযোগ কারীর বিরুদ্ধে মানহানি মামলা করছেন না?তার উত্তরে দোলা বর্মন বলেন আমি কি করবো সেটাতো আমার ব্যাপার নিশ্চয় চুপ করে বসে থাকবোনা। এদিকে প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক উত্তম গুহ বলেন তাদের সমিতি দেখবেন দোলা বর্মনের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন জেলা শাসক?তা দেখবার জন্য কয়েকটা দিন অপেক্ষা অবশ্যই তারা করবেন বলে উত্তম গুহ জানান। জেলা শাসক দোলা বর্মনের ব্যাপারে যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তাদের প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে সারা জেলা ব্যাপী আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক উত্তম গুহ বলেন।