এরিয়ান ক্লাবের হ্যাট্রিকের নায়ক প্রখ্যাত ফুটবলার বীরেন গুহের মৃত্যুতে কালিয়াগঞ্জে শোকের ছায়া
1 min readএরিয়ান ক্লাবের হ্যাট্রিকের নায়ক প্রখ্যাত ফুটবলার বীরেন গুহের মৃত্যুতে কালিয়াগঞ্জে শোকের ছায়া
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর),:সাবেক পশ্চিম দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রাম ডালিমগাওয়ের ছেলে এরিয়ান্স ক্লাবের বীরেন গুহের মৃত্যুতে উত্তর দিনাজপুর জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।বুধবার কলকাতার পিকনিক গার্ডেনের নিজস্ব ভবনে তিনি ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।
প্রয়াত ফুটবলার বীরেন গুহ ১৯৬২সালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এরিয়ান্স ক্লাবের হয়ে ইস্টবেঙ্গলকে পর পর তিনটি গোল দিয়ে হ্যাট্রিকের সন্মান ভারতবর্ষে একমাত্র তিনিই পান। বীরেন গুহ ১৯৬২ সাল থেকে১৯৬৯ সাল পর্যন্তএরিযান ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়ে বেড়াতেন। সুকুমার সমাজপতি,মঙ্গল পুরকায়স্থর মত দিকপাল ফুটবলারদের সাথে মাঠ জুড়ে খেলায় এরিয়ান ক্লাবের সফলতম ফুটবলার ছিলেন তিনি। বীরেন গুহ কলকাতায় থাকলেও সময় সুযোগ পেলেই তিনি কালিয়াগঞ্জের ডালিমগাও এর গ্রামের বাড়িতে আসতেন এবং হরেন্দ্র মেমোরিয়াল শিল্ডের খেলায় অংশ গ্রহন করতেন।বীরেন গুহ এরিয়ান ক্লাবে লেফট ইনসাইডে খেলতেন।ষাটের দশকে এরিয়ান ক্লাব যথেষ্ট একটি শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল।আর দলকে শক্তিশালী করার পেছনে ছিল বীরেন গুহের বিরাট ভূমিকা।জানা যায় প্রখ্যাত খেলোয়াড় প্রয়াত সুকুমার সমাজপতি ও মঙ্গল পুরকায়স্থ এরিয়ান ক্লাব থেকে বড় দলে যোগ দিলেও বীরেন গুহ এরিয়ান ক্লাবে থেকেই দলকে মজবুত জায়গায় নিয়ে যান।বীরেন গুহ ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মত বড় দলে না খেললেও এরিয়ান ক্লাবে খেলেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।প্রখ্যাত খেলোয়াড় বীরেন গুহের মৃত্যুর খবর পেয়ে কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক পাল বলেন বীরেন কাকু আমাদের জেলার গর্ব ছিলেন। বীরেন গুহের মৃত্যুতে ফুটবল জগতের অপূরণীয় ক্ষতি হল।তার পরিবার পরিজনদের তিনি সমবেদনা জানান।উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ বলেন ফুটবলের গর্ব বীরেন দার মৃত্যুতে আমাদের গর্বের মানুষটি চলে গেলেন।তার শোকসন্তপ্ত পরিবারদের তিনি সমবেদনা জানান।