January 11, 2025

জেলা শাসকের কাছে কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ীদের স্মারক লিপি

1 min read

জেলা শাসকের কাছে কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ীদের স্মারক লিপি

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি দেওয়া হয়।হাট ব্যবসায়ীদের ব্যক্তব্য আন লক ওয়ানে চতুর্থ লকডাউনের শেষে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার শ্বার্থে ছাড় দেওয়া হলেও হাট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হয়নি।তাদের রুজি রোজগারের শ্বার্থে কেন তাহলে ছাড় দেওয়া যাবেনা?কয়েক হাজার ক্ষুদ্র হাট ব্যবসায়ীদের রুজি রোজগারের শ্বার্থে তাদেরও জেলা শাসক ছাড় দেবার ব্যবস্থা করুক।বিগত তিন মাস তারা গৃহবন্দি অবস্থায় থেকে তাদের ব্যবসা বাণিজ্য একদম শেষ হয়ে গেছে।

এই মুহূর্তে যদি ব্যবসা করবার সুযোগ তাদের না দেওয়া হয় পরিবার পরিজনদের নিয়ে মৃত্যু ছাড়া তাদের কোন পথ সামনে নেই।তাই তাদের জন্য সরকার থেকে হাটে ব্যবসা করবার সুযোগ করে দেওয়া হোক বলে জানালেন কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল মহন্ত। সম্পাদক অমল মহন্ত বলেন আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? রাজ্য সরকার এক যাত্রায় পৃথক ফল কেন করবে?যদি হোটেল,

মোটেল,মল,ধর্মীয় স্থান খুলে লোকের সমাগমের ব্যবস্থ্যা করতে পারে তাহলে দরিদ্র হাট ব্যবসায়ীদের বাঁচার পথ কেন করে দেবেনা?লকডাউন তো সরকারই একরকম উঠিয়ে দিয়েছে।তাহলে হাট ব্যবসায়ীদের বেলায় আলাদা নিয়ম কেন মানা হবে?অমল মহন্ত জানান জেলা শাসক তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বলেন আমরা দেখছি কতদূর কি করা যায়।জানা যায় কালিয়াগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল মহন্ত বলেন তারা সোমবার কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা, কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই এবং কালিয়াগঞ্জ ধনকোল হাটের মালিক গুড্ডা ভৌমিক কে জেলা শাসকের কাছে দেওয়া স্মারক লিপির একটি করে কপি দিয়ে তাদেরও অনুরোধ করে আসেন যাতে তারা দ্রুত হাটে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। জানা যায় সোমবার জেলা শাসকের দপ্তরে স্মারক লিপি যারা দিতে যান তাদের মধ্যে ছিলেন সংগঠনের সম্পাদক ছাড়াও সংগঠনের সহ- সম্পাদক সমীর সরকার,মুরারী গুপ্তা,রিংকুয়া গুপ্তা,নিমাই সাহা,বিষ্ণু কুন্ডু এবং বাপি সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *