হাসপাতাল মোড়ে পরিযায়ী শ্রমিকদের জন্য বিধায়কের উদ্দ্যোগে একসপ্তাহব্যাপী জলছত্র অভিযানের সমাপ্তি ঘোষণা–
1 min readহাসপাতাল মোড়ে পরিযায়ী শ্রমিকদের জন্য বিধায়কের উদ্দ্যোগে একসপ্তাহব্যাপী জলছত্র অভিযানের সমাপ্তি ঘোষণা–
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহের উদ্দ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাসপাতাল মোড়ে গত এক সপ্তাহ ধরে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য শুকনো খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছিল।
হত সাত দিনে আনুমানিক এক হাজার দুইশো শ্রমিকদের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ঈশ্বর রজকের নেতৃত্বে তৃণমূলের কর্মীদের দ্বারা এই কাজ হয়ে আসছিল।
এই জলছত্র অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূলের রাজ্য সম্পাদক তথা উত্তর ফিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,ঈশ্বর রজক ই শেখর নায়েক।
এক সাক্ষাৎকারে তৃণমূল নেতা ঈশ্বর রজক বলেন বিধায়ক তপন দেবসিংহের অনুপ্রেরণায় আমরা সবাই পরিযায়ী শ্রমিকদের জন্য সামান্য সময় ব্যায় ও সেবা দিতে পারায় নিজেরা ধন্য মনে করছি। সমাপ্তি অনুষ্ঠানে বেশ কিছু মানুষ অংশগ্রহণ করে।