বোচাডাঙ্গা অঞ্চলের গোগরা সংসদে বিভিন্ন রাস্তার ধারে বৃক্ষ রোপনের প্রাথমিক কাজের উদ্বোধন করলেন জেলা শাসক অরবিন্দ কুমার-
1 min readবোচাডাঙ্গা অঞ্চলের গোগরা সংসদে বিভিন্ন রাস্তার ধারে বৃক্ষ রোপনের প্রাথমিক কাজের উদ্বোধন করলেন জেলা শাসক অরবিন্দ কুমার–
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–লকডাউনের সময় কালে গৃহবন্দী শ্রমিকদের ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত করে তাদের আয়ের পথ তৈরি করা যায় সেই ব্যবস্থা করলেন উত্তর দিনাজুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা
উত্তর দিনাজপুর জেলায় নুতন করে কি ভাবে বেশি বেশিকরে বৃক্ষ রোপন করা যায় সে দিকে নজর রেখে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোগরা গ্রাম সংসদে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধামজা ফরেস্ট এলাকায় গিয়ে সেখানেও
অধিক পরিমাণে বনসৃজন করবার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন।জেলা শাসক বলেন প্রচুর পরিমানে আমাদের জেলায় পরিযায়ী শ্রমিকরা চলে আসছে।আমাদের তাদের জন্য ১০০দিনের কাজের ব্যবস্থা করতে হবে।আমরা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ১০০দিনের কাজ শুরু করে দিয়েছি।তবে যারা এই কাজের সাথে যুক্ত হবে তাদেরকে সরকারি নিয়ম মেনে প্রত্যেক শ্রমিককে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে,মুখে মাস্ক পরিধান করতে হবে এবং সেই সাথে প্রত্যেক শ্রমিককে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে বলে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান।শুক্রবারের বৃক্ষ রোপন অনুষ্ঠানে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ছাড়াও ছিলেন একশো দিনের কাজের উত্তর দিনাজপুর জেলার নোডাল অফিসার শুভ্রজিৎ গুপ্ত,কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা বোচা ডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃদয় চন্দ্র সরকার এবং এন আর ই জিএস প্রকল্পের কালিয়াগঞ্জ ব্লকের আধিকারিক ও কর্মীগন।জেলা শাসক এর মধ্যেই সময় করে চলে যান তরঙ্গপুর গ্রামের বড়াল হরলাল বালিকা বিদ্যালয়ে যেখানে এন আর ই জি এস প্রকল্পের অর্থে বাউন্ডারির জাজ চলছে তা তা পরিদর্শন করেন।