October 25, 2024

করোনার করুণায় এবারের জামাই শষ্ঠি হোম কোয়ারেন্টিনে নম নম করে–

1 min read

করোনার করুণায় এবারের জামাই শষ্ঠি হোম কোয়ারেন্টিনে নম নম করে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–(উত্তর দিনাজপুর)—এবার জামাই থাকলেও জামাই শষ্ঠীর বাজার দেখা গেলোনা অন্যবারের মতন।বাজারে জামাই শষ্ঠীর জন্য দোকানিরা সমস্ত রকমের সম্ভার নিয়ে বসে থাকলেও নেই সেই আগের আমেজ।মাছ বাজারে দুইদিন আগে

থেকেই বাবাজীবন দের জন্য ইলিশ মাছ,পাবদা মাছ,বড় কই মাছের যে জোগাড় করার জন্য মাছ বাজারে ভীড় হত তা একদম নেই বললেই চলে।ঠিক একই রকম চিত্র ফলের বাজারে।জামাইদের জন্য হিমসাগর,লেংড়া আম আর সেই মজাফরপুরের লিচু কোথায়ও দেখা মেলেনি আজ বুধবার পর্যন্ত।আগামী কাল বৃহস্পতিবার বাঙালিদের বড় উৎসব জামাই শষ্ঠি।তার বাজার যেন এবার অনাড়ম্বর পরিপূর্ণ।কেনই বা অনাড়ম্বর হবেনা

একে করোনা তার উপর মরার উপর খাঁড়ার ঘা।দুইয়ের মহামিলনে পশ্চিমবঙ্গের মানুষদের জীবন জীবিকা সব শেষ হবার জোগাড়।লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি শেষ,হাজার হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট এর উপর আছে প্রায় শতাধিক মানুষের প্রাণ হানি।সব মিলে জামাই শষ্ঠির কথা মনে থাকার কথাই নয়।তবুও তো জামাই শষ্ঠি।এবার অনেক জামাই যেমন ঘর বন্দি হয়ে ঘরে বসে আছে কাজকর্ম হারিয়ে

 

ঠিক অনেক শ্বশুর মশায়ের অবস্থাও ঠিক একই রকম চিত্র।নিজের সংসার চলছে ত্রাণের উপর দিয়ে।কবে তা শেষ হবে তা ভগবানও নাকি বলতে পারবেনা।তাই এবারের জামাই শষ্ঠির জন্য আমের বাজারই নেই।স্পেশাল কোয়ালিটির মাছ,স্পেশাল কোয়ালিটির আম আসার কোন সুযোগ নেই।আসবেই বা কোথা থেকে।এবার যে একে বিশ্বজুড়ে করোনার খাবার সাথে আমাদের পশ্চিমবঙ্গও বাদ পড়েনি।তাই এবার যারা সবে কিছুদিন হল জামায়ের তকমা পেয়েছে তাদের এবার নয় জামাই শষ্ঠি তোলা থাকবে শ্বাড়ম্বরে আগামী বর্ষের জন্য।এবার অনেক জামাই শ্বশুর বাড়িতে আসার সুযোগই পাবেনা করোনার করুণায় যোগাযোগ ব্যবস্থা সচল না হবার কারনে।তাই বলে কি জামাই শষ্ঠি হবেনা? অবশ্যই হবে তবে এ জামাই শষ্ঠি সে জামাই শষ্ঠি নয়।এবারের জামাইবাবা জীবনকে কপালে থাকবে সাধারণ মাছ,কোন রকমে জোগাড় করা হবে হয়তো খাসির মাংস।কেননা করোনার পসেটিভের দৌলতে এবার মাংসের উপর দৃষ্টি পড়েছে।যেহেতু মাংসের ব্যাপারীর ছেলের করোনা হয়েছিল।তাই জামাই বাবারাও বুঝেই গেছেন এবার আর শ্বাড়ম্বরে জামাই শষ্ঠি নয়।তা সযত্নে তোলা থাকবে আগামী দিনের জন্য।এবার তাই নম নম করেই হয়ে যাক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *