ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালো গায়েশ বাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি
1 min readঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালো গায়েশ বাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি
বিশ্বজিৎ মন্ডল , মালদা ,আজ গয়েশ বাড়ি তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন গায়েশ বাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি হাজী মেরাজুল বসনি, গয়েশবাড়ি অঞ্চল প্রধান নাইমা খাতুন , যুব নেতা সাফিকুল আলম ।
যুব সভাপতি গয়েশবাড়ি অঞ্চল কামাল হোসেন । তিনি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় আমরা নির্দেশ মেনে চলবো । তিনি বলেন প্রতিবারের মতো আজ আমরা সুজাপুর ঈদগা মাঠের পরিবর্তে বাড়িতে বাড়িতে ঈদ আমরা পালন করব । দেশের দ্বিতীয় বড়
ঈদগা মাঠ এবার কিন্তু করোনা মোকা বিলা সেখানে পালন হছে না ।তাই আমরা বাড়িতে বাড়িতে ঈদ আমরা পালন করব । অঞ্চল সভাপতি মিরাজুল বসোনি বলেন জেলাবাসীর সমেত রাজ্যবাসীকে দিদির নির্দেশের কথা মেনে চলতে বলছি। এদিন তিনি ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাই। তিনি বলেন আপনারা ঘরে থাকুন ,সুস্থ থাকুন। করোনা মোকাবিলায় সবাই কে যুদ্ধ করতে হবে ।