গয়েশপুরে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্ত পরিবার দের খাদ্য সামগ্রী বিলি করা হল
1 min readগয়েশপুরে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্ত পরিবার দের খাদ্য সামগ্রী বিলি করা হল
বিশ্বজিৎ মন্ডল , মালদা ,আজ গয়েশপুরে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে এক হাজার দুস্ত পরিবার এবং এলাকাবাসীদের খাদ্য সামগ্রী বিলি করা হল । আটা চিনি তেল লাচ্ছা ।উপস্থিত ছিলেন গায়েশবারড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি হাজী মেরাজুল বসনি,
গয়েশবাড়ি অঞ্চল প্রধান নাইমা খাতুন যুব নেতা সাফিকুল আলম যুব সভাপতি কামাল হোসেন কালিয়াচক 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি আতিউর রহমান এবং পূর্ত দপ্তর মুসলিম সাহেব।
আরো ছিলেন গ্রামের বিশিষ্ট সমাজসেবী এবং নেতাকর্মীরা। তবে খাদ্য সামগ্রী পেয়ে এলাকাবাসী ফরিদা বিবি জানাই আমরা এই ঈদের জন্য খাদ্য দ্রব্য পেয়ে খুব খুশি।