December 28, 2024

কালিয়াগঞ্জ হিমালযান মাউন্টেনারিং এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের উদ্দ্যোগে রক্তদান শিবির

1 min read

কালিয়াগঞ্জ হিমালযান মাউন্টেনারিং এন্ড ট্রেকার্সএসোসিয়েশনের উদ্দ্যোগে রক্তদান শিবির

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-শনিবার কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে জেলায় রক্তের স্বল্পতার কারনে লকডাউনের এই দুঃসময়ের মধ্যেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।হিমালযান মাউন্টেনারিং এন্ড ট্রেকার্সএসোসিয়েশনের উদ্দ্যোগে এই রক্তদান

শিবিরের আয়োজন করা হয়।সংগঠনের সম্পাদক শঙ্কর ধর এক সাক্ষাৎকারে বলেন উত্তর দিনাজপুর জেলা চরম রক্ত সঙ্কটের মধ্য দিয়ে চলছে।তাই এই সঙ্কটের সময় আমরা এই সংস্থার সদস্যরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারিনা।আমাদেরও সমাজের প্রতি একটা

দায়িত্ব আছে।সেই কারণেই এই সঙ্কটের মুহূর্তে যতটা সাহায্য করতে পারি সেই ভেবেই রক্তদান শিবিরের আয়োজন করেছি। সংস্থার অন্যতম কর্নধার সান্তনু দেবগুপ্ত(গোপাল) বলেন একদিকে লকডাউন অন্যদিকে রকটসঙ্কট দুটোই বড় সমস্যা কিন্তু তার মধ্যেই আমাদের সিধান্ত নিতে হয়েছে সমাজের এই চরম সঙ্কটের মুহূর্তে দুস্থ মানুষদের জন্য

কিছু একটা করতেই হবে।তাই আমরা সবাই এগিয়ে এসেছি।কালিয়াগঞ্জের রক্ত আন্দোলনের বিশিষ্ট সমাজ সেবী সন্তোষ বেঙ্গানি বলেন রক্তদান জীবন দান।তাই রক্তদান করে মুমুর্ষ দুস্থ্য ব্যক্তিদের রক্তের সমস্যা সমাধানে আজ যারা লকডাউনের সঙ্কটময় মুহূর্তেও নিজেদের

এই কাজে আত্মনিয়োগ করেছেন তাদের তিনি সাধুবাদ ও অভিনন্দন জানান।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য(ভোলা)বলেন আজকের রক্তদানের মধ্যে দিয়ে দুটো সমস্যার সমাধান করবার উদ্দ্যোগ নিয়েছে রক্তদান শিবিরের উদ্ধ্যক্তারা এক রক্তের সমস্যা সমাধান,দ্বিতীয়ত যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের একটা করে গাছ দেওয়া হচ্ছে যার মূল উদ্দেশ্য পরিবেশ বাঁচানো।এই উদ্যোগকে তিনি অভিনন্দন জানান।রক্তদান শিবিরের আয়োজনকারী সংস্থার সভাপতি কৌশিক ভট্টাচার্য বলেন আজকের রক্তদান শিবিরে মোট ৫০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..