কালিয়াগঞ্জ পৌরসভা র উপ পৌরপতি বসন্ত রায়ের শরীরের তাপমাত্রা মাপলেন থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে পৌরপতি কার্তিক চন্দ্র পাল।
1 min readকালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপতি বসন্ত রায়ের শরীরের তাপমাত্রা মাপলেন থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে পৌরপতি কার্তিক চন্দ্র পাল।
তন্ময় চক্রবর্তী।।। আজ কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপতি বসন্ত রায়ের শরীরের তাপমাত্রা থার্মাল স্ক্যানিং মেশিন এর মাধ্যমে পরীক্ষা করলেন স্বয়ং পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।তবে তার আগে
পৌরপতি তার নিজের শরীরের তাপমাত্রা ঠিকঠাক আছে কিনা তা কিন্তু পরীক্ষা করতে ভোলেন নি। যখন তিনি দেখলেন
তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে তখন তিনি উৎসাহের সাথে পৌরসভার কয়েকজন কমিশনার, পৌরসভার কিছু কর্মচারী, কয়েকজন
সাংবাদিকদের নিজে হাতে সেই থার্মাল স্ক্যানিং মেশিন দিয়ে পরীক্ষা করতে শুরু করেন। আজকে পৌরসভায় পৌরপতির এহেন উদ্যোগে খুশি সবাই।
তবে যেটা জানা গেছে যাদের এদিন থার্মাল স্ক্যানিং করেন পৌরপতি তাদের সকলেরই শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে বলে জানা যায় ।
এদিন উপ পুরপ্রধান বসন্ত রায় দুই কাউন্সিলার অমিত দেবগুপ্ত, শচীন সিংহরায়, পুর নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস, ফিনান্স অফিসার ছট্টু আগরওয়ালা ছারাও চন্দন ঘোষ, সনৎ সাহা সহ অন্যান্যদের শরীরে তাপমাত্রা স্ক্যানিং করেন ।