October 24, 2024

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার লকডাউনে ঘরবন্দি মুখা শিল্পীদের হাতে ত্রাণ তুলে দিযে মানবিকতার পরিচয় দিল

1 min read

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার লকডাউনে ঘরবন্দি মুখা শিল্পীদের হাতে ত্রাণ তুলে দিযে মানবিকতার পরিচয় দিল

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি হয়ে থাকা দুঃস্থ লোকশিল্পীদের চরম সঙ্কটের সময় তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের দাসিয়ার চিমাই চন্ডী মুখোশ নৃত্য দলের সমস্ত সদস্য সহ খন গানের শিল্পী,ভাওয়াইয়া শিল্পী,বাউল শিল্পীদের সথে বেশ কিছু দুস্থদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।কালিয়াগঞ্জের অনন্য নাট্য তাদের কালিয়াগঞ্জ স্কুল পাড়ার

অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ দেওয়া হয়। কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কর্নধার বিভূভূশন সাহা জানান মোট ৩০জন শিল্পীদের চাল,ডাল, তেল,লবন আলু পেঁয়াজ,সোয়াবিন,বিস্কুট দিলে লোকশিল্পীড়া প্রচন্ড খুশি হয় বলে বিভূবাবু জানান।দাসিয়া চিমাই চন্ডী মুখস নৃত্য দলের কর্নধার ভেলসু বর্মন বলেন আমরা জীবনে প্রথম এই ধরনের সমস্যার মধ্যে পড়লাম।কতদিন এ ভাবে ত্রাণের উপর দিয়ে সংসার চলবে।

সব কিছু পেলেও অর্থের প্রচন্ড প্রয়োজন। নাট্য ব্যক্তিত্ব তথা কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কর্নধার বিভূ ভূষণ সাহা বলেন লোকশিল্পী ছাড়াও কালিয়াগঞ্জের একমাত্র মেকআপ শিল্পী প্রদ্যুৎ তালুকদারের হাতেও ত্রাণ তুলে দেন বলে জানান।কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কর্নধার বিভূ ভূষণ সাহা জানান তাদের নাট্য সংস্থা মারন করোনা ভাইরাসের

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার এক টাকার একটি চেক পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পালের হাতে তুলে দিয়েছেন বলে জানান।বিভুবাবু বলেন তাদের অনন্য থিয়েটারের সদস্যরা ছাড়াও এই ত্রাণ দেবার জন্য আর্থিক সাহায্য করে থাকেন কালিয়াগঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *