October 24, 2024

ভিন রাজ্যে আটকে পড়া উত্তর দিনাজপুরের ১৫০ শ্রমিকের বাড়ি ফেরানোর আবেদন।

1 min read

ভিন রাজ্যে আটকে পড়া উত্তর দিনাজপুরের ১৫০ শ্রমিকের বাড়ি ফেরানোর আবেদন।

পিয়া গুপ্তা চক্রবর্তীসোমবার থেকে তৃতীয় দফার লকডাউন এ ঢুকে পড়েছে রাজ্য সারাদেশ ও। ২৫শে মার্চ থেকে ১৪ এপ্রিল ১৫ এপ্রিল থেকে ৩ মে।দু’দফায় ৪০ দিনের লকডাউন এ হাঁপিয়ে ওঠা দেশের ঘর বন্দিদশার মেয়াদ বেড়েছে আরো দুই সপ্তাহ। আপাতত ১৭ মে পর্যন্ত। লকডাউনে দুর্ভোগ চরমে। কার্যত এই অবস্থায় অনাহারে দিন কাটছে ভিনরাজ্যে। বাড়ি ফিরতে না পেরে এবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন একদল পরিয়াযী শ্রমিক দের।

 

ওদেরকেউ পেশায় রাজমিস্ত্রি, তো কেউ আবার সেলাইয়ের কাজ করেন। পেটের দায়ে ভিনরাজ্যে গিয়ে বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুরের একদল পরিযায়ী শ্রমিক। লকডাউনের জেরে মহারাষ্ট্রের মূলুনে আটকে পড়েছেন সকলেই। উত্তর দিনাজপুরের জেলার ইসলামপুর, ডালখোলা, চাকুলিয়া, করণদিঘী, রাসাখোয়া, ভাটোল, রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, এর প্রায় দেড়শো জন শ্রমিক লক ডাউনে আটকে পড়েছে মহারাষ্ট্রের মুলুনে। সেখানে কোন রকম সরকারি সাহায্য তো দূর পাচ্ছেন না দুমুঠো খাবারও এমনি অবস্থায় এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী র কাছে আবেদন শ্রমিক দের যাতে খুব শীঘ্রই তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। শ্রমিকরা জানিয়েছেন আর কিছু দিন খাওয়া না পেলে আমরা সবাই মারা জাবো। তাই শীঘ্রই আমাদের বাড়ি ফেরানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *