December 26, 2024

তৃতীয় দফার লকডাউনে শর্তসাপেক্ষে খোলা যাবে মদ এবং তামাকজাত দ্রব্যের দোকান

1 min read

তৃতীয় দফার লকডাউনে শর্তসাপেক্ষে খোলা যাবে মদ এবং তামাকজাত দ্রব্যের দোকান

দ্বিতীয় দফার পর ফের বাড়ছে লকডাউন। ৪ মে থেকে আরও ১৪ দিন অর্থাৎ ১৭ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। তবে এবারের লকডাউনে খুলতে চলেছে মদ এবং তামাকজাত দ্রব্যের দোকান। শুক্রবার তাতে সায় দিল কেন্দ্রীয় সরকার।

তবে সব তবে সব জায়গায় নয়, কেবল গ্রিন জোনগুলোতেই দোকান খোলা যাবে।  তবে সবটাই শর্তসাপেক্ষে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার যে নির্দেশিকা প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে, অত্যাবশ্যক পণ্যের বাইরে থাকা জিনিসপত্রের দোকানও খোলা যাবে। যদি তা শপিং মল বা শপিং কমপ্লেক্সের বাইরে থাকে। এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি মদের দোকানও খোলা যাবে ওই সমস্ত জায়গায়? নির্দেশিকায় বলা হয়েছে, গ্রিন জোনে ৬ ফুট দূরত্বে খুলবে মদ এবং পানের দোকান। তবে কোনওভাবেই দোকানে ৫ জনের বেশি মানুষকে একসঙ্গে ভিড় জমাতে দেওয়া চলবে না, লকডাউন বর্ধিতকরণের নোটিসে উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রকের। গত ২৪ মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই দেশের সমস্ত মদের দোকান বন্ধ। গত কয়েক সপ্তাহে তা নিয়ে একাধিক বার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয় অ্যালকোহলজাত পানীয় উৎপাদন সংগঠন। দোকান খোলার অনুমতি চায় তারা। গত সপ্তাহে এই নিয়ে রাজ্যগুলিকেও চিঠি দেয় তারা। তাতে বলা হয়, লকডাউনের জেরে গত ২৪ মার্চ থেকে ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যগুলির। সেই থেকেই লকডাউনের মধ্যে মদের দোকান খোলা যায় কি না, তা নিয়ে জল্পনা চলছিল। মদের দোকান খোলা নিয়ে প্রকাশ্যে সওয়াল করতে দেখা যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপীকেও। তার পরেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *