December 26, 2024

কালিয়াগঞ্জ কলেজের আর্থিক সহায়তায় শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্দ্যোগে করোনা -ত্রাণ

1 min read

কালিয়াগঞ্জ কলেজের আর্থিক সহায়তায় শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্দ্যোগে করোনা -ত্রাণ

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–কালিয়াগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে এবং কলেজের আর্থিক সহায়তায় করোনা

-লকডাউন উদ্ভূত পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং দুঃস্থ 125 টি পরিবারের মধ্যে চাল , ডাল ,তেল ,সোয়াবিন ,সাবান এবং মাস্ক তুলে দেওয়া হয় l উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের মাননীয় অধ্যক্ষ ড :পীযুষ কুমার দাস

এবং শ্রী সনৎ কুমার মুখার্জী ,শ্রী শিবেন্দ্রনাথ পোদ্দার ,শ্রী দীনেন্দ্রনাথ সরকার ,শ্রী মনোজ রায় প্রমুখ l এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক শ্রী প্রাণকৃষ্ণ ভৌমিক বলেন ,”আমরা কালিয়াগঞ্জ কলেজের কাছে বিভিন্নভাবে কৃতজ্ঞl কালিয়াগঞ্জ কলেজের সাথে আমাদের আশ্রমের আত্মিক যোগাযোগ সুবিদিত l কলেজ বিভিন্ন সময়ে আমাদের নানাভাবে সাহায্য করে থাকে ,যেমন রক্তদান শিবিরের সিংহভাগ রক্তদাতা কালিয়াগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরাই হয়ে থাকে l এছাড়াও বছরের বিভিন্ন সময়ে পূজ্যপাদ মহারাজদের উপস্থিতিতে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে l

 

6 thoughts on “কালিয়াগঞ্জ কলেজের আর্থিক সহায়তায় শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্দ্যোগে করোনা -ত্রাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *