October 24, 2024

মৃত্যুর মুখ থেকে ড্রেনের গর্তে পরে যাওয়া উদ্ধার করে কালিয়াগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা মানবিকতার পরিচয় দিলেন

1 min read

মৃত্যুর মুখ থেকে ড্রেনের গর্তে পরে যাওয়া উদ্ধার করে কালিয়াগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা মানবিকতার পরিচয় দিলেন

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর--বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে দুটি ষাঁড়খণ্ডযুদ্ধ লাগলে পর একটি ষাঁড় পৌর সভার ড্রেনের বিশাল গর্তের মধ্যে পড়ে গেলে ষাঁড়টির বাঁচার কোন রকম উপায় ছিলনা।

এলাকার মানুষজন সাথে সাথে কালিয়াগঞ্জ দমকল বাহিনীকে ফোন করলে দ্রুত তারা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয়ে যায় ষাঁড়টিকে বিশাল গর্তে থেকে তোলার দেরঘন্টা ধরে আপ্রাণ চেষ্টা।এরপর দমকল বাহিনী এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ ও সিভিক পুলিশদের ব্যাপক তৎপরতায় মৃত্তুর মুখ থেকে ষাঁড়টি গর্ত থেকে তুললে

পর ষাঁড়টি উঠে দাঁড়াতে সক্ষম হয়।ষাঁড়টি যেভাবে অপরিসর গর্তের মধ্যে পরে গিয়ে প্রচন্ড বে-কায়দা অবস্থায় গর্তের মধ্যে ঢুকে ছিল তাতে অনেককেই বলতে শোনা যায় কোন ভাবেই এ যাত্রায় ষাঁড় টিকে বাঁচানো সম্ভবপর নয়।কিন্তু কালিয়াগঞ্জ দমকল বাহিনীর যুবক কর্মীরা যে আন্তরিকতার সাথে নিজেদের জীবন বিপন্ন করে ষাঁড়টি গর্তে থেকে

তুলে তার জীবন ফিরিয়ে দিল তা এক কথায় শুধু অভিনন্দন যোগ্য নয় দমকল বাহিনী,পুলিশ ও সিভিক কর্মীদের এলাকার বাসিন্দারা কুনিশ জানিয়েছেন।

কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল সমস্ত ঘটনা শুনে কালিয়াগঞ্জ দমকল বাহিনী,কালিয়াগঞ্জ পুলিশ ও সিভিক পুলিশদের অভিনন্দন জানিয়েছেন।মহেন্দ্রগঞ্জ এলাকার মানুষজন দমকল বাহিনীর সাথে সাথে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও সিভিক পুলিশদের তাদের মানবিকতার পরিচয় পেয়ে মুগ্ধ হবার পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন।এই ঘটনায় প্রচুর মানুষজন মহেন্দ্রগঞ্জ বাজারের নাট মন্দির চত্বরে সকালে বাজার করতে এসে এই ঘটনার সাক্ষী হলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *