করোনায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পিদের পক্ষ থেকে পঁচাত্তর হাজার টাকা দান-
1 min readকরোনায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পিদের পক্ষ থেকে পঁচাত্তর হাজার টাকা দান-
তপন চক্রবর্তী — কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–শুক্রবার মারন ভাইরাস করোনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সংঘের পক্ষ থেকে পঁচাত্তর হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) রীনা জোশীর হাতে এই চেকটি তুলে দেন
উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সংঘের সভাপতি অমল চন্দ্র বর্মন এবং সম্পাদক শ্যাম সুন্দর পাল।অতিরিক্ত জেলা শাসক রীনা জোশী চেক হাতে নিয়ে বলেন উত্তর দিনাজপুর জেলার লোক শিল্পীরা দেশের এই দুঃসময়ে এগিয়ে আসার জন্য তিনি প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান।উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস বলেন উত্তর দিনাজপুর জেলার লোকশিল্পীদের সংগঠন রাজ্য তথা দেশের এই চরম সঙ্কটের মুহূর্তে এই অর্থ প্রদান একটি অভিনন্দন যোগ্য প্রয়াস।