উত্তর দিনাজপুর জেলার আবার দুই জনের টেস্টের রেসাল্ট নেগেটিভ,খুশি জেলা প্রশাসন
1 min readউত্তর দিনাজপুর জেলার আবার দুই জনের টেস্টের রেসাল্ট নেগেটিভ,খুশি জেলা প্রশাসন
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ--উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলায় পর পর দুই দিন করোনা ভাইরাসের টেস্টের রেসাল্ট নেগেটিভ আসায় খুশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান গতকাল বুধবার মালদা মেডিক্যাল কলেজে যে দুজনের লালা রসের টেস্টের জন্য পাঠানো হয়েছিল আজ তার রেসাল্ট এলে দেখা যায় দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
নেগেটিভ রিপোর্ট আসায় জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ জেলা প্রশাসনের সবাই প্রচন্ড খুশি হয়েছেন বলে জানা যায়।গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার মিলে সাত জনের নেগেটিভ রিপোর্ট আসায় জেলা প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেললো।