পিরকুন্ড গ্রাম থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট গোখরো উদ্ধার।
1 min readপিরকুন্ড গ্রাম থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট গোখরো উদ্ধার।
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিরকুশু গ্রামে বিশ্বনাথ বর্মনের বাড়ির ধানের গোলা থেকে সাড়ে পাঁচ ফুট লম্বা একটি গোখরো সাপ সোমবার দুপুরে উদ্ধার করা হয় ।
ধানের গোলায় সাপটিকে দেখতে পেয়ে বিশ্বনাথবাবু খবর দেন উত্তরদিনাজপুর পিপল ফর এনিমেলস এর অফিসে। এরপর সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসে উত্তর দিনাজপুর পিপল ফর এ্যানিম্যালস এর সদস্য সৌরভ সরকার।
সৌরভ সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এর জীব বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ।পড়াশোনার পাশাপাশি সে পশুপ্রেমী সংগঠনের সাথে কাজ করছে ।
এদিকে রায়গঞ্জের কলেজপাড়ায় প্রদীপ গোস্বামীর বাড়ি থেকে একটি বেত আঁচড়া সাপ উদ্ধার করে সংস্থার সদস্য তনয় বিশ্বাস। সাপ গুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।