থ্যালাসেমিয়া এন্ড এইডস প্রিভেন্টিভ ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে ন্যাপকিন ও সেনেটাইযার বিলির অভিনব উদ্যোগ-
1 min readথ্যালাসেমিয়া এন্ড এইডস প্রিভেন্টিভ ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে ন্যাপকিন ও সেনেটাইযার বিলির অভিনব উদ্যোগ-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত থ্যালাসেমিয়্যা এন্ড এইডস প্রিভেন্টিভ ফাউন্ডেশনের উদ্দ্যোগে রবিবার ১০০জন দুস্থ্য মহিলাদের মধ্যে করোনার লকডাউন চলা কালীন সময়ে বিনা পয়সায় স্যানিটারি ন্যাপকিনের সাথে স্যানিটাইজার বিলি করা হয় বলে জানা যায়।
ন্যাপের সম্পাদক উৎপল সেন বলেন লকডাউনের সময় কেউ বাড়ি থেকে বের হতে পারছেন। বিশেষ করে মহিলারা যেমন বের হতে পারছেনা অপরদিকে দোকান পাঠও সব বন্ধ।তাই মহিদের যথেষ্ট অসুবিধার কথা ভেবেই আমরা
আমাদের সংগঠন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।সংস্থার অন্যতম কর্নধার অরিজিৎ ঘোষ বলেন আমাদের সংগঠন শুধু ন্যাপকিন দিয়েছে তাই নয় সাথে হ্যান্ড স্যানিটাইজারও দুস্থ্য মহিলাদের দিতে পেরে আমরা আনন্দিত।আগামীতে আমরা
আরো বেশি বেশি করে এইসব জিনিষ তাদের মধ্যে দেব বলে ভাবছি।চাল,ডাল অনেকেই দিচ্ছে।কিন্তূ মহিলাদের স্যানিটারি ন্যাপকিনটাও বিশেষ প্রয়োজন রয়েছে বলে অরিজিৎ বাবু মনে করেন।এর ফলে গ্রামের বিশেষ করে দুস্থ্য মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান।