রায়গঞ্জ পৌরসভার উদ্দ্যোগে সমগ্র রায়গঞ্জ শহরে জীবাণুনাশক স্প্রে করার অভিনব উদ্যোগ নিল পৌরপিতা সন্দীপ বিশ্বাস
1 min readরায়গঞ্জ পৌরসভার উদ্দ্যোগে সমগ্র রায়গঞ্জ শহরে জীবাণুনাশক স্প্রে করার অভিনব উদ্যোগ নিল পৌরপিতা সন্দীপ বিশ্বাস
তপন চক্রাবর্তী–কালিয়াগঞ্জ--উত্তর দিনাজপুর–দুরারোগ্য করোনা ভাইরাস রোধে এবং তা থেকে সতর্ক থাকতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌর সভার সমস্ত ওয়ার্ডগুলিতে জীবাণুনাশক স্প্রে করবার অভিনব সিধান্ত গ্রহণ করলেন রায়গঞ্জের পৌরপিতা সন্দীপ বিশ্বাস।
সন্দীপ বিশ্বাস এক সাক্ষাৎকারে বর্তমানের কথার প্রতিবেদককে বলেন করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য প্রাথমিকভাবে আমাদের রায়গঞ্জ পৌর সভার পক্ষ থেকে শহরের প্রতিটি ওয়ার্ডের সর্বত্র জীবাণুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছি।পৌরপিতা সন্দীপ বিশ্বাস বলেন শুধু তাই নয় শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলি যেমন রায়গঞ্জ থানা,রায়গঞ্জ প্রেস ক্লাব,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ডিপো,রায়গঞ্জ পৌরবাস স্ট্যান্ড এই সব
জায়গায় জীবাণুনাশক স্প্রে নিয়মিত করা হবে।আমরা চাই আমাদের শহরের মানুষজন খুব ভালো থাকুন।তবে আমরা পৌরসভার পক্ষ থেকে যেমন মানুষদের সুস্বাস্থ রক্ষায় সব রকম যা যা ব্যবস্থা নেবার প্রয়োজন সব কিছুই নেব।কিন্তূ নাগরিকদের পরিবারের শ্বার্থে তথা অপরকে সুস্থ রাখার জন্য পৌর নাগরিকদেরও দায় দায়িত্ব রয়েছে।সরকারের নির্দেশ মেনে তাদেরকে ঘরে থাকতে হবে।অযথা বিনা কাজে বাইরে যাওয়া একদম
এই কয়েকটা দিন বন্ধ রাখতে হবে।বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে মাক্স অবশ্যই পরে যেতে হবে।আমরা দেখছি অনেক ক্ষেত্রেই কিছু কিছু মানুষ নিয়ম নীতি কিছুই মানতে চায়না।কিন্তু এ ক্ষেত্রে আমাদের কিছু কিছু ব্যাপারে কঠোর সিধান্ত নিতে হচ্ছে
অনেক মানুষের স্বার্থেই।রায়গঞ্জ পৌর সভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌর সভার নাগরিকদের প্ৰতি আবেদন জানিয়ে বলেন আপনারা সরকারের নিয়ম মেনে চলুন।সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারঘাট করুন।নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখতে আপনি সাহায্য করুন দেশের স্বার্থে ও সমাজের স্বার্থের দিকে তাকিয়ে।