কবিতাঃ করোনা
1 min readকবিতাঃ করোনা
— বিমল দে
বন্ধুকে দুরে রেখ,কাছে এসোনা,
বিশ্বজুড়ে তেড়ে এলো ভাইরাস করোনা।
গেলে দোকান হাটবাজারে,তফাত থেকো মিটার দুরে,
একদম ভুলোনা।
ঘরবন্দি সবাই থেকো
রাস্তায় ঘাট যেও নাকো,
সাবান জলে হাত ধুতে ভুলোনা,
আসবে তেড়ে মারণ করোনা।
বিদেশ থেকে আসলে ফিরে,একলা থেকো দুরে দুরে,
গামছা,জামা ছেড়ে কাঁচ
সবার জন্য এবার বাঁচো,
অবহেলা করোনা।
সদি’ জ্বর হাঁচি কাশি
এই করোনা সব’নাশি
চশমা,আংটি,গয়নাবালা
পরিস্কার রেখ গ্লাস থালা
অভেলা করোনা,
আসবে তেড়ে মারন করোনা।
থুতু নয় যেথা খুশী
রুমালে ঢাকো হাঁচিকাশি
লকডাউন অমান্য করনা,
নিয়মমানো,চিন্তা করনা,
বিদায় নেবেই মারণ করোনা।