মানুষের সমস্যা সমাধানে উত্তর দিনাজপুর জেলা শাসকের অভিনব উদ্যোগ
1 min readমানুষের সমস্যা সমাধানে উত্তর দিনাজপুর জেলা শাসকের অভিনব উদ্যোগ
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষের কাছে তাদের সমস্যার কথা শুনে দ্রুত পরিষেবা যাতে দেওয়া যায় সেই কারণে এখন থেকে প্ৰতি সপ্তাহের সোমবার বেলা এগারটা থেকে বেলা দুটো পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের দপ্তরে যে
কোন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে অভাব অভিযোগ জানাতে পারবে।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান আমরা চাই সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে যাক।
শুধু তাই নয় প্ৰতি মঙ্গলবার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সরকারি কাজের অগ্রগতি দেখতে নিয়মিত যাবার ফলে সরকারি কর্মীরা এখন সবসময় গুরুত্ব দিয়ে কাজ করার ফলে সাধারণ মানুষ আগের তুলনায় অনেকটা দ্রুত সরকারি পরিষেবা পাচ্ছে বলে জানা যায়।