January 12, 2025

বিজেপি প্রধানের বিরুদ্ধে ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ

1 min read

বিজেপি প্রধানের বিরুদ্ধে ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মালদাঃ ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলো বিজেপি প্রধানের বিরুদ্ধে।আর এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানালেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নাসিমুল ইসলাম। বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে মালদা জেলা প্রশাসনকেও। উল্লেখ্য, বিজেপি পরিচালিত অমৃতি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বর্তমানে অমৃতি অঞ্চল বিজেপির দখলে।

সম্প্রতি এক সরকারি আধিকারিককে মারধোরের অভিযোগে এই পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে অমৃতি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সরব হলেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নাসিমুল ইসলাম। তিনি অভিযোগ করেন,এম জি এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে ৮৬ জন উপভোক্তার উদ্যান পালনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গুটিকয়েক উপভোক্তার জমিতে কয়েকটি বাস পুতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন প্রধান। এছাড়াও একাধিক প্রকল্পের উপভোগ তাদের কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করেছেন বিজেপি প্রধান স্বরতী রজক। প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ পত্র তিনি বিডিওর মারফত মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। বিষয়টি জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরকেও জানানো হয়েছে।এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৌসম নূর জানান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সামগ্রিক উন্নয়ন করছেন।আর বিজেপির প্রধান এত বড় মাপের দূর্ণীতি করেছেন।অভিযুক্তদের চরম শাস্তির দাবী জানাচ্ছি।অভিযুক্ত প্রধান সরসতী রজকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এটা তৃণমূলের চক্রান্ত। পঞ্চায়েত দখল করার জন্য মিথ্যা অভিযোগ করছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *