জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি এবার খেলার জগতেও প্রবেশ করল।
1 min readজাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি এবার খেলার জগতেও প্রবেশ করল।
জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি এবার খেলার জগতেও প্রবেশ করল। নদীয়ার চাকদায় আজ থেকে শুরু হয়েছে “নো এনআরসি” কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
এদিন সন্ধ্যায় দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান শংকর সিং। প্রান্তিক ক্লাব আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ টি দল অংশ নিয়েছে। সারা দেশ জুড়ে এনআরসি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে এনআরসি’র বিরোধিতার পথ হিসাবে তারা খেলাকে বেছে নিয়েছেন বলে ক্লাবের সম্পাদক সৌমিত্র ভট্টাচার্য জানান।