October 23, 2024

আজলম ফাউন্ডেশনের উদ্যোগে এবং অনাউন ইসলামিক নূরী সোসাইটির ব্যবস্থাপনায় তিনশতাধিক দুস্থদের কম্বল বিতরণ

1 min read

আজলম ফাউন্ডেশনের উদ্যোগে এবং অনাউন ইসলামিক নূরী সোসাইটির ব্যবস্থাপনায় তিনশতাধিক দুস্থদের কম্বল বিতরণ

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙা অঞ্চলের পূর্ব তরঙ্গপুড়ে আজমল ফাউন্ডেশনের উদ্যোগে আনা উন ইসলামিক নূরী সোসাইটির ব্যবস্থাপনায় এবং

পুর তরঙ্গপুর ইয়ং স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরীর সহ যোগীতায় তিন শতাধিক দুস্থদের মধ্যে শীত বস্ত্র(কম্বল)বিতরণ করা হয়।বস্ত্র বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,উত্তর দিনাজপুর

জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সমাজসেবী হিরন্ময় সরকার(বাপ্পা)এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য আলমগীর সরকার।

সংস্থার কর্নধার সাজ্জাদ হোসেন বলেন তাদের এই সংস্থার মাধ্যমে প্রতিবছর দুস্থদের শীত বস্ত্র দেওয়া হযে থাকে।শুধু শীত বস্ত্র দেওয়াই নয় তারা সমাজের বিভিন্ন স্থানে গিয়ে নানান ধরনের সামাজিক কাজ বছরের সবসময় করে থাকে।

কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন অনাউন ইসলামিক নূরী সোসাইটি শুধু মুসলিমদের মধ্যেই নয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে এই বস্ত্র বিতরণ করে থাকে।যা সত্যি সত্যিই খুব ভালো লাগলো।অসীম ঘোষ বলেন যখন ভারতবর্ষের একটি রাজনৈতিক দল মুসলিম ধর্মের মানুষদের নিয়ে হিন্দু মুসলিম বিভেদ করার ষড়যন্ত্র করছে তখন অনাউন ইসলামিক নূরী সোসাইটি হিন্দু-মুসলিম ভাগাভাগি না করে সবাইকে শীত বস্ত্র তুলে দিচ্ছে যা শিক্ষণীয় বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *