October 23, 2024

“ধর্ম vs ধর্ম নয়, কর্ম vs কর্ম হওয়া উচিৎ”- বললেন অধ্যাপক ড: তাপস পাল

1 min read

“ধর্ম vs ধর্ম নয়, কর্ম vs কর্ম হওয়া উচিৎ”- বললেন অধ্যাপক ড: তাপস পাল

তপন চক্রবর্তী)-: শনিবার মালদহ মডেল মাদ্রাসা স্কুলের শতবর্ষ উজ্জাপন অনুষ্ঠান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুর হয়।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরুন অধ্যাপক ডঃ তাপস পাল বলেন ধর্ম ভার্সেস ধর্ম নয়,কর্ম ভার্সেস কর্ম ই হওয়া উচিত মানব জীবনের মূল মন্ত্র।আমরা সেটা ভুলে ধর্ম নিয়ে বেশি সময় ব্যয় করছি।যা দেশের এবং দশের কোন কাজে লাগবেনা বলেই তার মনেহয়।

এদিন মডেল মাদ্রাসা স্কুলে বসেছিল চাঁদের হাট | উদ্বোধনী অনুযাষ্ঠানে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড: দেবব্রত দেবনাথ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যাম সুন্দর বৈরাগী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপুল প্রামানিক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন সহ প্রমুখ | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী সর্বালোকানন্দ, কলকাতার ভিক্টরিয়া কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপিকা ড: মিরাতু্ন নাহার, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ড: নুরুল ইসলাম, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ড: বিশ্বজিৎ দাস এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড: হোসনেয়ারা খাতুন |  ১১ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি তিনদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান | সেখানে মহাকাশবিদ্যা থেকে ক্যুইজ প্রতিযোগিতা, প্রাক্তনীদের রেজিস্ট্রেশন, স্বেচ্ছায় রক্ত দান শিবির, প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন, আবৃত্তি প্রতিযোগিতা, মানব-পুতুল নাচ পরিবেশনা, নাটক সহ চলবে দীর্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠান সূচী | স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড: তৌসিফ বিশ্বাস বলেন মডেল মাদ্রাসা স্কুলের ঐতিহ্য ও উন্নয়ন ধরে রাখাই আমার মূল কর্তব্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *