October 23, 2024

আত্রেয়ী নদীতে দিশারী সংকল্পের ” নদীর পাঠশালা”

1 min read

আত্রেয়ী নদীতে দিশারী সংকল্পের ” নদীর পাঠশালা”

তপন চক্রবর্তী আজ পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পের উদ্যোগে নদীর পাঠশালা তৈরির প্রথম ধাপ হিসাবে বালুরঘাটে আত্রেয়ী নদীর সদরঘাটে দুটি ডাস্টবিন স্থাপন করলো পরিবেশ কর্মীরা।

সাথে চললো নদীর প্রতীকী সাফাই।দেওয়া হল কৃষ্ণচূড়া, বকুল, জারুল, অমলতাস প্রভৃতি।নদীর পাঠশালাতে এরপর আরো ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।এছাড়াও আজ নদীর কাছে

এসো কর্মসূচিতে কবিতা-গান নদীর অনুভূতি- পরবর্তী পরিকল্পনার কথা আলোচনা করেন তুহিন শুভ্র মন্ডল, অমল বসু, তনুশ্রী প্রামাণিক, অমল গোপাল গোস্বামী, রতন মন্ডল, নারু দত্ত,

মিজানুর রহমান,দীপক মুখার্জি,রিক গুহ, নীলাদ্রি শেখর মুখার্জি, শর্মিলা চট্টোপাধ্যায় ঘোষ, সনাতন প্রামাণিক, কিঙ্কর দাস প্রমুখ।নদীর পাঠশালাতে আজ ডাস্টবিন স্থাপন করে শপথ নেন

দিশারী সংকল্পের সদস্য, সদস্যারা।নদীর প্রতি মানুষের চেতনা বৃদ্ধি করতে প্রথমবার এই উদ্যোগ- জানালেন দিশারী সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মন্ডল।

তিনি আরও জানান নদীর পাঠশালা গঠনের কাজ ধারাবাহিক ভাবে চলবে।আমরা নদীকে ভাল রাখতেই এই উদ্যোগ গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *