October 23, 2024

রাধিকাপুর-কলকাতা ও রাধিকাপুর-দিল্লি আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনের নতুন ভাড়া কত দেখে নিন

1 min read

রাধিকাপুর-কলকাতা ও রাধিকাপুর-দিল্লি আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনের নতুন ভাড়া কত  দেখে নিন

নির্দেশিকা জারি করেছে রেল। নতুন বছরের শুরুতেই ট্রেনের ভাড়া বৃদ্ধির লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকলেও দূরপাল্লার ট্রেনে ভাড়া বৃদ্ধি পেয়েছে কিলোমিটার প্রতি ১-৪ পয়সা। রেল বোর্ড যে ভাড়া বৃদ্ধির নির্দেশিকা জারি করেছে, তা থেকে জানা গেছে, এসি চেয়ার কার, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার, এসি ফার্স্ট ক্লাস অথবা এগজিকিউটিভ চেয়ার কারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে চার পয়সা করে।দূরপাল্লার নন এসি ও এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ক্লাস, স্লিপার ক্লাস ও সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বেড়েছে দুই পয়সা করে।

এদিকে নন এসি, সাধারণ সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও ফার্স্ট ক্লাস অর্ডিনারির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বেড়েছে এক পয়সা করে।ভাড়া বৃদ্ধির সাথেসাথে রাধিকাপুর-কলকাতা ও রাধিকাপুর-দিল্লি আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনের জন্যও নির্ধারিত হয়েছে নতুন ভাড়া।যাত্রীভাড়া বেড়েছে রাধিকাপুর-দিল্লি আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনেও। একনজরে দেখে নিন নতুন ভাড়াঃস্লিপারঃ পুরাতন ভাড়া ছিল ৫৯৫ টাকা। ২৫ টাকা বেড়ে এবার হয়েছে ৬২০ টাকা।৩এসিঃ পুরাতন ভাড়া ছিল ১৫৫০ টাকা। ৬০ টাকা বেড়ে এবার হয়েছে ১৬১০ টাকা।একনজরে দেখে নেওয়া যাক রাধিকাপুর-কলকাতা ট্রেনের নতুন ভাড়াঃস্লিপার ক্লাসঃ পুরাতন ভাড়া ছিল ২৬০ টাকা। ১০ টাকা বেড়ে এবার হয়েছে ২৭০ টাকা।৩এসিঃ পুরাতন ভাড়া ছিল ৭১০ টাকা। ২০ টাকা বেড়ে এবার হয়েছে ৭৩০ টাকা।২এসিঃ পুরাতন ভাড়া ছিল ১০১৫ টাকা। ২০ টাকা বেড়ে এবার হয়েছে ১০৩৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *