বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আয়োজিত কৃষ্ণপ্রিয়া মহোৎসবে কথ্যক নৃত্যে অহনার স্বর্ণময়ূর সম্মান –
1 min readবেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আয়োজিত কৃষ্ণপ্রিয়া মহোৎসবে কথ্যক নৃত্যে অহনার স্বর্ণময়ূর সম্মান
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)– বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আয়োজিত কৃষ্ণপ্রিযা মহোৎসবে কত্থক নৃত্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নৃত্য শিল্পী অহনা চক্রবর্তী জোড়া পুরস্কার ছিনিয়ে নিয়ে স্বর্ণময়ূর সন্মান পেল। গত ২২ ও ২৩ ডিসেম্বর উত্তর প্রদেশের বেনারস শহরে বসেছিল এই মহোৎসবের আসর।
সেই আসরে কালিয়াগঞ্জের কথ্যক নৃত্য শিল্পী অহনা জোরা পদক লাভ করেছে। বেনারসে অহনার এই সাফল্যে প্রাপ্তিতে খুশির হাওয়া কালিয়াগঞ্জের সংস্কৃতিজগতে। কালিয়াগঞ্জের গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি বানী চক্রবর্তীর কাছে তালিম নিয়েছে অহনা। অজয় চক্রবর্তী ও বাপ্পা কর্মকারের সহযোগীতায় অহনা নিজেকে সর্বভারতীয় পর্যায়ে নিজেকে মেলে ধড়তে নিয়মিত সফল হচ্ছে।কালিয়াগঞ্জে ফিড়ে অহনা তার সাফল্য প্রসঙ্গে জানিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণপ্রিয়া মহোৎসবে কথ্যক নৃত্য সিনিয়ার বিভাগে প্রথম পুরস্কার হিসেবে “স্বর্ণ ময়ুর সন্মান” পেয়েছে। এছারাও ভালো নৃত্য পরিবেশনের জন্য বিশ্ববিদ্যালয় তাকে “নিপুন কলাভন্ত সন্মান” -এ ভুষিত করেছে। বেনারসে এই কৃষ্ণপ্রিয়া মহোৎসবে অংশ নিয়েছিল দেশের নানা প্রান্তের কথ্যক নৃত্য শিল্পীরা। তাদের পেছনে ফেলে পশ্চিমবাংলার কালিয়াগঞ্জের মতো ছোট্ট শহর থেকে অংশ নেওয়া অহনার এই সাফল্য উৎসাহীত করবে অন্যদের। এই প্রথম নয় কালিয়াগঞ্জের অহনা দেশের নানা প্রান্তে কথ্যক নৃত্য প্রতিযোগীতার মঞ্চে সফল হয়ে ফিড়েছে। সেই সফলতার পালকে নতুন মুকুট যোগ হল বেনারসে কৃষ্ণপ্রিয়া মহোৎসবে জোরা পদক প্রাপ্তি।