কালিয়াগঞ্জের চান্দলে উত্তর দিনাজপুর জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
1 min readকালিয়াগঞ্জের চান্দলে উত্তর দিনাজপুর জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ যাত্রা একাদেমি ও উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে শুরু হচ্ছে জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব।
উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস জানান আগামী ৩রা জানুয়ারি থেকে এই উৎসব চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত।এই তিনদিনের লোকসংস্কৃতি ও যাত্রা উৎসবে থাকবে উত্তর দিনাজপুর জেলার খন নাটক,বাউল সংগীত,লোকসঙ্গীত,মুখা নৃত্য তেমনি
থাকবে সাধারণ মানুষের চাহিদা হিসাবে অনুসারে যাত্রা উৎসবের ব্যবস্থা।জেলা তথ্য ও সাংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক রানা দেবদাস বলেন এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হবার জন্য
আহ্বান জানান।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে এই অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যই শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।তিনদিন ধরে লোকসংস্কৃতির অনুষ্ঠান প্রতিদিন শুরু হবে বিকাল ৪ টা থেকে ।