পুরুলিয়া সফরে এসে এনআরসি ও সি এ এ-র বিরুদ্ধে পদযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1 min readপুরুলিয়া সফরে এসে এনআরসি ও সি এ এ-র বিরুদ্ধে পদযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দুদিনের পুরুলিয়া সফরে এসে এনআরসি ও সি এ এ-র বিরুদ্ধে পদযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বারোটা কুড়ি নাগাদ সার্কিট হাউস থেকে পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মোড়ে এসে পৌঁছান তিনি। এখানে মঞ্চে প্রায় 15 মিনিট কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
গণতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন উত্তরপ্রদেশে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ পশ্চিমবঙ্গে প্রায় প্রতিদিনই বিভিন্ন সভা ও মিছিল করেছে বিজেপি। এতেই বোঝা যায় কোন রাজ্যে গণতন্ত্র রয়েছে। এদিন আরেকবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কোন অবস্থাতেই সিএ এ এবং এন আর সি এ রাজ্যে চালু করা হবে না। এ প্রসঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন যে কেন্দ্র আইন করলেও তা রাজ্য রূপায়ণ করে থাকে। তার সরকার এই আইন পশ্চিমবঙ্গে রুপায়ন কিছুতেই করবে না। বক্তব্য শেষ করেই মুখ্যমন্ত্রী পদযাত্রায় সামিল হন বর্তমানে তিনি পুরুলিয়া জেলা স্কুল মোড় ছাড়িয়ে স্টেশনের দিকে যাচ্ছেন। তার পিছনে বিশাল মিছিল তৃণমূলের পতাকা এবং ব্যানার ফেস্টুন নিয়ে চলেছে