October 23, 2024

দ্বিতীয় দিনের নিলামে রেকর্ড দাম পেলেন উনাদকাট।

1 min read
প্রীতম সাঁতরা ,কলকাতা (বর্তমানের কথা) : প্রথমদিনের নিলামে সাড়ে ১২ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে চমক দিয়েছিল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় দিনের নিলামেও জয়দেব উনাদকাটকে রেকর্ড সাড়ে ১১ কোটি টাকায় তুলে নিয়ে আইপিএল নিলামে চমক দিল সেই রয়্যালসই। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি টি ২০ ফর্ম্যাটে উনাদকাটের নজর কাড়া ফর্ম তাঁর রেকর্ড দাম পাওয়ার অন্যতম কারণ। আইপিএল বা ২০-২০র মত শর্টার ফর্মাটে যে কোনো দলের অন্যতম হাতিয়ার ব্যাটসম্যানরা। সে জায়গায় দাঁড়িয়ে উনাদকাটের মত একজন ভারতীয় বোলারের রেকর্ড দাম পাওয়া অবশ্যই বেশ প্রাপ্তির বিষয়। প্রসঙ্গত, জয়দেবের আগে চলতি আইপিএল অক্সানে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন লোকেশ রাহুল এবং মণীশ পাণ্ডে। এরা দুজনেই ২০ ওভারের ম্যাচে ‘ধুঁয়াধার’ ব্যাটসম্যান হিসাবেই পরিচিত। উনাদকাট ছাড়াও কর্ণাটকের আন্ডার রেটেড অলরাউন্ডার গৌতম কৃষ্ণাপ্পাকে ৬ কোটি ২০ লক্ষ টাকায় নিজেদের দলে নিল রাজস্থান। এদিকে মনোজ তিওয়ারির জন্য ঝাঁপালই না কেকেআর। মনোজকে ১ কোটি টাকায় তুলে নেয় পাঞ্জাব। জে পি ডুমিনিকে ১ কোটি টাকায় নিজেদের দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবং মিচেল স্যান্টনারকে দলে নিল চেন্নাই। শুধু তাই নয়, ২ কোটি টাকায়  কেকেয়ার তুলে নিল বিশ্বের অন্যতম সেরা  বোলার মিচেল জনসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *