October 23, 2024

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশন এবারে অনলাইনেই সরকারি বাসের টিকিট পাবেন যাত্রীরা

1 min read
(বর্তমানের কথা)  আর ঘ্ণ্টার পর লাইনে দাঁড়িয়ে না থেকে এবারে অনলাইনেই সরকারি বাসের টিকিট পাবেন যাত্রীরা। এমনই উদ্যোগ গ্রহন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ডিভিশন। অনলাইনে বাসের টিকিট যাত্রীরা পেতে পারেন তা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ডিপো অফিসে। খুব শীঘ্রই এই পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা এমনটাই জানালেন নিগমের রায়গঞ্জ ডিপো ইনচার্জ সুমিত ভৌমিক।এর সুবিধা চালু হলে আর যাত্রীদের হয়রানীর শিকার হতে হবে না। 
 বাড়িতে বসেই রায়গঞ্জ- কলকাতা রকেট সার্ভিস, রায়গঞ্জ- শিলিগুড়ি এসি বাস, রায়গঞ্জ- বালুরঘাট এসি বাস কিংবা দুরপাল্লার যে কোনও বাসে সফর করতে হলে  অনলাইনে মাধ্যমে বাসের টিকিট কেটে সীট বুক করে রাখতে পারবেন যাত্রীরা। এতদিন কলকাতা, শিলিগুড়ি বা বালুরঘাট যেতে হলে দুঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে বাসের টিকিট কাটতে হতো যাত্রীদের। এনিয়ে সমস্যাও হত। লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে অনলাইন পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *