October 24, 2024

১লা মার্চ থেকে নিশিদ্ধ প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার

1 min read

ঐন্দিলা ঝা  বালুরঘাট  সুস্থ ভাবে থাকবো, সুস্থ ভাবে চলবো। প্রতিটি জীবনের সুস্থ ভাবে থাকবার অধিকার আছে। বর্তমানে সভ্যতা যত এগিয়েছে কৃত্রিমতা তত বৃদ্ধি পেয়েছে। Save Drive Safe Life র মতো মমতাময়ী সরকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখবার জন্য ১লা মার্চ থেকে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিশিদ্ধ করতে চলেছেন। বলা হয়েছে  40 মাইক্রন নিচে  পলিথিন যাতিয় দ্রব্যাদি ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে  জরিমানা করা হবে।  জরিমানা কত হবে সে বিষয়ে  বালুরঘাট পৌরসভা থেকে তা সঠিক ভাবে জানা যায়নি। পৌরসভার পক্ষ থেকে জানা গেছে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। সরকারের এহেনও উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন বিদ্ধজনেরা। মুখ্য বিষয় হল এই যে আজকের দিনে সুস্থ স্বাভাবিক পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের।  তাই আমাদেরকে বর্জন করতে হবে এই প্লাস্টিক ব্যবহার। প্রত্যেক মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে। পরিত্যাগ  করতে হবে পলিথিন ব্যবহার। সবাইকে কাধে কাধ মিলিয়ে এক সাথে এই কাজে সামিল হলেই সুস্থ পরিবেশ উপহার পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *