December 21, 2024

বালুরঘাট অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে বসন্ত উৎসব উৎযাপন

1 min read
ঐন্দিলা ঝা বালুরঘাট বসন্তকে নতুন আঙ্গিকে বরন করে নিতে তৈরী বালুরঘাট বাসী। নবরুপে এবারই শুরু হয় অভিযাত্রী ক্লাবের প্রাঙ্গণে।Capture with love photography উপস্থাপনায়  ঋষিগন্ধ্যা dance academy র সহযোগিতায় বসন্ত উৎসব। 
 এই উৎসবে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল মহাশয়।বেশ কয়েকজন ছেলের উদ্যোগে এই উৎসব সত্যিই অভাবনীয়। এদের মধ্যে প্রিতম, রাজ, সুভম,প্রমুখের উন্মাদনা ও উৎসাহ কে সার্থক রুপ দান করেছে।শুধু গান নাচ নয় গ্রামের স্কুলের ছাত্র ছাত্রীদের পড়ার সামগ্রী দান,এবং গরীব দুঃস্থ দের বস্ত্রদান  ও এই উৎসব কে এক নতুন  দিগন্ত  পরিবেশিত করেছে। গরীব ধনী ভুলে সবাই এক হয়ে এই উৎসবে মেতেছে। তাই এই উৎসব বালুরঘাট বাসির মনে এক মিলন বার্তা বয়ে নিয়ে আসে। তাই সবাই আনন্দে উৎফুল্লে বসন্তের আগমনকে উ

পভোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *