বাইক দুর্ঘটনায় মৃত দুই
1 min read।
প্রদীপ সিনহা ডালখোলা উত্তর দিনাজপুরের ডালখোলায বাইক দুর্ঘটনায় মৃত দুই।একজন রবিন হাজদা (17) অন্যজন বিমল মুর্মু (22)।দুইজনে একই সাথে গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন।দুজন কাজের সূত্রে তাদের আত্মীয়ের বাড়ি অন্ধেরিযা জোলা বাড়িতে যাওয়ার পথে হঠাত্ ব্রেক হারিয়ে গাছে ধাক্কা লাগে সেই সময় বিমল মুর্মু সেখানে প্রাণ হারায।
আশে পাশে বাসিন্দারা দেখতে পেলে রবিন হাজদা কে সেখান থেকে উদ্ধার করে রসাখোযা হাসপাতালে আনলে ঘটনাস্থলে প্রাণ হারায় সে।