October 23, 2024

অবশেষে মৃত্য হলো সেই নীল গাইয়ের।তদন্তে বোন দপ্তর

1 min read

              
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: সোমবার রামগঞ্জ হয়ে যে নীল গাইটি বিহারের দিকে চলে গিয়েছিল সেটি ওই রাতেই ফের বাংলায় ফিরে এলেও উদ্ধার হলো গাইটির মৃতদেহ।মঙ্গলবার গোবিন্দপুর এলাকা থেকে নীল গাইটির মৃতদেহ উদ্ধার হয়।জেলা বন আধিকারিক বিপর্ন দত্ত জানান,নীল গাইয়ের মৃত্যুর খবর শুনেছি।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।তবে নীল গাইটির কিভাবে মৃত্যু হলো তা এখনও পরিষ্কার নয়।গ্রাম বাসিদের একাংশের দাবি ওই নীল গাইটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।অপর পক্ষ বলছেন,দিনভর সাধারণ মানুষের তাড়া খেয়ে আতঙ্কে ওই নীল গাইটির মৃত্যু হয়েছে।

 অন্যদিকে সোমবার ইসলামপুর ব্লকের রামগঞ্জে আচমকা দেখা যায় ওই নীল গাইটি।বিরল প্রজাতির ওই নীল গাইকে দেখতে পেয়ে তীব্র চাঞ্চল্য  শুরু হয় এলাকায়।রামগঞ্জ সংলগ্ন আদালগছ এলাকার সোমবার সকালে ওই এলাকারই একটি ভুট্টা বাগানে নীল গাইটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা।এরপর এই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যেই হাজারও কৌতুহলী মানুষ নীল গাই দেখতে ছুটে আসেন।খবর যায় বনদপ্তরে। তারাও টিম প্রয়োজনীয় জিনিস নিয়ে ছুটে আসেন সেখানে।তীব্র বেগে স্থানীয় মোহনপুর গ্রাম হয়ে নীল গাইটি প্রতিবেশী রাজ্য বিহারের দিকে চলে যায় বলে জানা যায় বোন দপ্তরের তরফে।তবে ওই এলাকায় সেই নীল গাইটি কিভাবে এলো তা পরিষ্কার নয় বন দপ্তরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *