October 26, 2024

নির্বাচনের ডামাডোলের বাজারে আলুর দাম ঊর্ধ্ মুখী,প্রশাসন নীরব

1 min read

তপন চক্রবর্তীউত্তর দিনাজপুরসারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ডামাডোলের কারনে নির্বাচন শেষ হবার পরেও যেমন নির্বাচনের ফলা ফল নিয়ে চায়ের দোকানে চুলচেরা বিশ্লেষণ চলছে তেমনি আলোচনায় এখন আবার 
স্থান করে নিয়েছে সবার প্রিয় আলু মাত্র কয়েক দিন আগেও যে আলুর দাম বাজারে ছিল ৯টাকা থেকে১০টাকা

সেই আলুর দাম একলাফে দ্বিগুন হয়ে যাবার ফলে অর্থাৎ ২০টাকা কেজি হবার কারনে সাধারণ ক্রেতারা বড়ই সমস্যার মধ্যে পড়েছে বলে জানা যায়উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ,হেমতাবাদ,ইটাহার কালিয়াগঞ্জর আলু ব্যবসায়ীদের আলুর দাম হটাৎ করে এক লাফে বেড়ে যাবার কারন কি প্রশ্ন করলে আলু ব্যবসায়ীরা বলেন এর আসল কারন কি আমরা আলু ব্যবসায়ী হয়েও বলতে পারবোনাতবে আলুর দাম যে আরো বাড়বে খুব শীঘ্রই 
তা বলার অপেক্ষা রাখেনা[ উত্তর দিনাজপুর জেলার ছোট ছোট সব্জি দোকানদারদের বক্তব্য তারা পরেছে সমস্যার মধ্যেতাদের দোকানের আলু বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে

যে ক্রেতারা এক কেজি আলু নিত কদিন আগেও তারা এক লাফে দাম বেড়ে যাওয়ার কারণে এখন তারা হাফ কেজি আবার কেও কেও আড়াইশো নিয়ে যাচ্ছেআলুর দাম বেড়ে গেলেও প্রশাসন নীরব দর্শক মাত্রআলুর দাম বেড়ে যাবার ফলে দরিদ্র মানুষেরা চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেঅবিলম্বে প্রশাসন থেকে ব্যবস্থা না নিলে এই সমস্যার সমাধান অসম্ভব হয়ে দাঁড়াবে বলে ক্রেতা বিক্রেতা উভয়েরই একই কথা কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের একজন সাধারন ক্রেতা মহাদেব ভট্টাচার্য ক্ষুব্ধ হয়ে বললেন আমাদের রাজ্য সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোন হেলদোল নেই 
সরকার শুধু নির্বাচন নিয়েই ব্যাস্ত থাকলে সাধারণ মানুষের এই হাল ছাড়া আর কি হতে পারে?কালিয়াগঞ্জ পৌর বাজারে এক প্রশ্নের উত্তরে সুবিমল চৌধরী বলেন উত্তর দিনাজপুর জেলায় নাকি একটি টাস্কফোর্স আছে শুনেছি তবে তাদের যে কাজের জন্য রাখা হয়েছে সে দায়িত্ব তারা আদৌ পালন করেনাফলে সাধারণ মানুষের যা হবার তাই হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি যে ভাবে হতে চলেছে তাতে ট্যাক্স ফোর্সের কি যায় আসেকমিটিতে নাম রেখে দিয়েছে বলেই বাজারে বাজারে ঘুরতে হবে তার কি মানে আছে তবে যেভাবে লাফিয়ে লাফিয়ে আলুর 
দাম বৃদ্ধি পাচ্ছে খুব শিগ্রই আলু নিয়ে যে বাজার গরম হবে এতে কোন সন্দেহ নেইতাই বাজার গরম হবার আগেই জেলার 
খাদ্য দপ্তর যদি আলুর দাম বৃদ্ধি রোধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় তাহলে 
হয়তো কিছুটা সুরাহা হলেও হতে পারে বলে অনেকেই মনে করছেপ্রকাশ থাকে যে,এক শ্রেণীর হিমঘরে রাখা আলুর ব্যবসায়ীরা হিমঘর থেকে আলু বের করে বাজারে না ছাড়াই আলুর দাম বৃদ্ধির মূল কারণ বলে জানা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *