October 24, 2024

জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার প্রতিবাদে কালিয়াগঞ্জ থানা ঘেরাও করে আন্দোলনে কংগ্রেস

1 min read
রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার প্রতিবাদে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। আজ  দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে   প্রতিবাদ মিছিল করে  এসে কালিয়াগঞ্জ  থানা ঘেরাও করে আন্দোলন শুরু করেন  কংগ্রেস নেতৃত্ব। সেখানে প্রতিবাদ সভারও আয়োজন করা ও হয়।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন বরুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তাঁর সঙ্গীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। ঘটনায় তৃণমূল কর্মী রাকেশ সূত্রধরের মৃত্যু হয়।
 জ্বালিয়ে দেওয়া হয় দুটি চারচাকা গাড়ি ও প্রায় ১৫টি মোটর বাইক। এরপরেই তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী অনুপ কর মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন রায়গঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধায়ক মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে ৩০২, ৩২৩, ৩২৫, ৩৪১, ১০৯, ২৫, ২৭ সহ বেআইনি আগ্নেয়াস্ত্র আইন ও ৩৪ বিস্ফোরণ আইনে মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ বলে জানা গেছে।

কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ  নাথ রায় বলেন অভিযোগ   করে বলেন বিধায়ক মোহিত সেনগুপ্তকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে রাজ্যের শাসকদল। এর আগেও রায়গঞ্জ পুরসভা নির্বাচনের সময় চেষ্টা করেছিল। তবে সেইবার সফল না হওয়ায় ফের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বিধায়ককে। তিনি বলেন এই সরকারের আমলে  গণতন্ত্র বিপন্ন।  এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ  টাউন কংগ্রেস সভাপতি সুজিত দত্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *