October 26, 2024

রায়গঞ্জের কর্ণজোড়া হাটখোলা সংলগ্ন স্থান থেকে বিষাক্ত ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা উদ্ধার

1 min read
 শনিবার রায়গঞ্জের কর্ণজোড়া হাটখোলা সংলগ্ন স্থান থেকে বিষাক্ত ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক যুবক প্রথম ওই মাকড়সাটি দেখতে পান। তিনি সেটিকে একটি কৌটার মধ্যে ভরে স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেন। সংগঠনের সদস্য উতঙ্ককুমার দে বলেন, একটি ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা উদ্ধার হয়েছে। ভারতীয় ট্যারেন্টুলা বিষাক্ত হলেও সবগুলি প্রজাতি প্রাণঘাতী নয়। কিছু কিছু ট্যারেন্টুলার সংস্পর্শে এলে মারাত্মক ধরনের অ্যালার্জি হতে পারে। তাই একটু সচেতন থাকা দরকার। শোওয়ার সময়ে মশারি ব্যবহার করা উচিত। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। এধরনের মাকড়সা কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংগঠনটির সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, উদ্ধার হওয়া মাকড়সাটিকে আমাদের দপ্তরে রাখা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *