October 26, 2024

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈইল হাটে হাট মালিকদের ৯ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন

1 min read
উত্তরবঙ্গের যে সব বড় মাপের হাট রয়েছে তার মাধ্যে অন্যতম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈইল হাট। এই হাটকে ঘিড়ে কয়েক হাজার লোকের সমাগম হয়। এই হাটে সুধু উত্তরবঙ্গ নয় দক্ষিন বঙ্গের সাথে পাশের রাজ্য বিহার থেকে প্রচুর মানুষের সমাগম হয় প্রতি সপ্তাহের সোমবার করে। এই হাট সোমববার করেই বসে এসেছে বিগত ২০০ বছর ধরে। এই হাটে গরু,ছাগল থেকে শুরু করে কাচা মাল সহ বিভিন্ন প্রকারের ব্যবসায়ীরা ব্যবসা করতে  আসেন।  ব্যবসায়ী থেকে শুরু সাধারন মানুষের সুবিদার্থে কালিয়াগঞ্জের পৌর এলাকার হাট ব্যবসায়ীরা হাটের দিন অর্থাৎ সোমবার দুপুরে হাট মালিকদের ৯ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করেন।

 তাদের দাবি গুলি মধ্যে হলল হাটের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, বৃষ্টি হলে হাট জল জমে যায়,সেই জারনে জল নিকাশি ব্যবস্থা করতে হবে, উন্নত মানের শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এই সব সহ মোট ৯ দফা দাবি সম্মলিত স্মারিক লিপি তুলে দেন হাট মালিক ডাব্লু রায় চৌধূরী ও গুড্ডা  ভৌমিক হাতে। হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল মহন্ত জানান,এই হাটে প্রচুর মানুষের সমাগমম হয়ে থাকে। বারবার তাদের সম্যার কথা হাট মালিকদের জানিয়েও কোন সমস্যার সমাধান হচ্ছে না। তাই হাট ব্যবসায়ীরা একত্রিত হয়ে ৯ দফা দাবির ভিত্তিতে তারা ডেপুটেশন দেয় হাট মালিকদের। হাট মালিকেরা তাদের আশ্বাস দিয়েছেন তাদের সমস্যা সমমাধান করে দিবেন। তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবো।অপরদিকে হাট মালিক ডাব্লু রায় চৌধূরী জানান, হাট ব্যবসায়ীরা তাদের ডেপুটেশন দিয়েছে তাদের সমস্যা নিয়ে। তারা যত তারাতারি সমস্যার সমাধান করবেন। কারন এই হাট অনেক পূরোনো এই হাটে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। সেই কারনে মানুষদের সব রকমের সুবিধা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *