October 26, 2024

ইফতারের অনুষ্ঠান খেয়ে একই গ্রামের অসুস্থ্য হল ৪ শিশু সহ ৩০ জন

1 min read
অনুপ জয়সোয়াল ইফতারের অনুষ্ঠান খেয়ে একই গ্রামের অসুস্থ্য হল ৪ শিশু সহ ৩০ জন।  এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক  সুত্রে জানাজায় রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ২ নং ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন রাম কৃষ্ণপুর গ্রামে রবিবার ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সেখানে গ্রামের মানুষদের নিমনন্ত্রন ছিল। সোমবার দুপুর থেকেই গ্রামের লোকেদের শারীরিক অবনতী শুরু হতে থাকে। গ্রামের মানুষদের বোমী, পায়খানা, ও জ্বর আসে। নিজেরাই প্রাথমিক চিকিৎসা করলেও সুফলল বেরিয়ে না আসায় সোমবার রাত থেকে অসুস্থ্যদের কালিয়াগঞ্জ স্টেটজেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখোন প্রযন্ত ৪ শিশু সহ প্রায় ৩০ জন ভর্তি করানো হয়ে। 

তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সুত্রে যানাজায় তাদের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশিল। খবর পেয়ে হাসপাতালে অসুস্থ্যদের সাথে দেখা করতে যান পঞ্চায়েত সমমিতির সভাপতি নিতাই বৈশ্য। এদিকে এই ইফতার অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে বি এ তৃতীয় বর্ষের ছাত্রী হাসিনা বেগম। সে কালিয়াগঞ্জ কলেজের ছাত্রী তার পরীক্ষার আসনন পড়েছে ইটাহার কলেজে। যানাযায় শারীরিক অবস্থা না ভালো না হলে তাকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার  ব্যবস্থা করা হবে।এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান, ইফতার অনুষ্ঠান বাড়িত খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে রামকৃষ্ণ পুর গ্রামের ৩০ জন।  তারা সকলেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।   খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান ।  গ্রামে  মেডিকেল টিম পাঠানো হবে। যাবে যাতে নতুন করে আর কেউ অসুস্থ্য না হয়। আর যে তৃতীয় বর্ষের ছাত্রী রয়েছে তার শারীরিক অবস্থা ভালো না হয়। তালে সে যাতে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *