October 23, 2024

উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পাভেল সরকার(দাস) কি বিজেপির দিকে পা দিছেন ?

1 min read

তপন  চক্রবর্তীউত্তর দিনাজপুররাজ্যে
পঞ্চায়েত  নির্বাচন
সম্প্রতি শেষ হয়েছে
সর্বত্রই তৃণমূলের জয়জয়কার  মাত্র ২০থেকে ২২টা
তরতাজা প্রাণ মায়ের কোল
খালি করে চলে গিয়েছে
তাতেই বা এমন কি
হয়েছেনির্বাচনতো
শান্তিপূর্ন ভাবেই হয়েছে
তবে উত্তর দিনাজপুর জেলার
শাসক দলের অন্দরে পঞ্চায়েত
নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্তপঞ্চায়েত
নির্বাচনের ফল প্রকাশের পর
উত্তর দিনাজপুর জেলায় শাসক দলের
মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আরো
প্রকট হয়ে দেখা দিয়েছে কেও
কাউকে মানছে নাভাবটা আমরা সবাই
রাজাপঞ্চায়েত
নির্বাচনের মাস কয়েক আগে
উত্তর দিনাজপুর জেলায় জেলা মহিলা
তৃণমূল কংগ্রেসের কার্যকরী

ভাপতির দায়িত্ব পেয়েছেন এক সময়কার  তৃণমূলের লড়াকু নেতা প্রয়াত
দিলীপ দাসের লড়াকু কন্যা
পাভেল সরকার(দাস)উত্তর দিনাজপুর জেলা
মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী
সভানেত্রীর দায়িত্ব পাবার পর পাভেল
দেবী এই কয়েক মাসের
মধ্যেই নিজের কর্মদক্ষতা প্রকাশ
হতেই জেলা তৃণমূল কংগ্রেসের
বেশ কিছু নেতার গাত্রদাহ
শুরু হয়েগেছেপাভেল
দেবীকে তার পদ থেকে
কিভাবে সরিয়ে দেওয়া যায়
তা নিয়ে জেলা তৃণমূল
কংগ্রেসের কতিপয় নেতা আদা
জল খেয়ে নাকি আসরে
নেমে পড়েছে



ব্যাপারে পাভেলা দেবীকে প্রশ্ন
করলে তিনি বলেন ভুলে
যাবেন না আমি  কিন্তু একজন   তৃণমূলু কংগ্রেসের প্রয়াত রাজনীতিবিদের কন্যাআমার
শরীরে রাজনীতির রক্ত আছেতা ছাড়া বাবা
যেহেতু দিলীপ দাস সুতরাং
তার   মেয়ে
রাজনীতি করবেনাতো কে করবে? আমি
পঞ্চায়েত নির্বাচনে মন্ত্রী গোলাম রাব্বানীর এলাকায়
গোয়ালপুকুরে কাজ করেছি
কাজের মধ্যে যদি আন্তরিকতা
থাকে তাহলে সেই রাজনৈতিক
কর্মীর সর্বত্রই চাহিদা থাকেআমি তৃণমূলের মহিলা
সেলের একজন মহিলা সৈনিক
মাত্রআমি
কাজ করি তাই সবার
ভালোবাসা টুকু পেয়ে থাকিআমার
তৃণমূল  দলে
যদি পাভেলের কাজ শেষ হয়ে
যায় তাহলেতো আমি বসে থাকবোনা বিজেপিতে
যাবার প্রশ্ন কেন তুলছেন?  তাছাড়া
আমি এই ধরনের কোন
গুঞ্জন আমার সম্পর্কে কখনো
শুনিনিআর
আমার সাথে বিজেপির কোন
নেতার কোনদিন এসব নিয়ে
কোন কথাবার্তা হয়নি বিজেপি
দলে আমার সম্পর্কে কেও
কেও আমার কাজ নিয়ে
আলোচনা সমালোচনা করতেই পারেতার মানেই এই
নয় পাভেল তৃণমূল ছেড়ে
দিয়ে বিজেপি দলে যেতে
চলেছে উত্তর
দিনাজপুর জেলা তৃণমূল মহিলা
কংগ্রেসের কার্যকরী সভানেত্রী পাভেল সরকার বলেন
তৃণমূলের এই ভরা সংসার
ছেড়ে কোন দুঃখে আমাকে
বিজেপিতে যেতে হবে বলুনতো?
মানুষের মুখকেতো আমি বন্ধ করতে
পারবোনা কোন
কিছু ঘটলেতো সবার আগেই
সাংবাদিক বন্ধুরাই  শুনতে
পারবে তাই না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *