October 24, 2024

ভয়াবহ আকার ধারণ করেছে দিঘার সমুদ্র

1 min read
বর্তমানের কথা দিঘা:মেঘলা আবহাওয়া আর পূর্ণিমার কোটালের জোড়া ফলায় বুধবার সকাল থেকে ভয়াবহ আকার ধারণ করেছে দিঘার সমুদ্র৷ জোয়ারের জল গার্ডওয়াল  টপকে ঢুকে পড়ে লোকালয়ে৷ পুরোনো দিঘার সৈকতাবাসের সামনের চিলড্রেন্স পার্ক ডুবে গিয়েছে সমুদ্রের জলে৷ সকাল ৯ টার দিকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে জলোচ্ছ্বাস৷ ঢেউয়ের উচ্চতা ছিল স্বাভাবিকের তুলনায় ১০-১২ ফুট বেশি৷ 
জলোচ্ছ্বাস দেখতে প্রাচীরের ধারে ভিড় করেন অত্যুত্‍সাহী পর্যটকেরা৷ তবে প্রশাসনিক তত্‍পরতা ও নজরদারি ছিল দেখার মতো৷ এক জন পর্যটককেও সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হয়নি৷ দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্যদের চিফ এগজিকিউটিভ অফিসার সুজন দত্ত বলেন, ‘জলোচ্ছ্বাস দেখতে যথেষ্ট ভিড় হলেও নিরাপত্তা রক্ষীরা সতর্ক থাকায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ আগামী তিন দিন জোয়ারের তীব্রতা এ রকমই থাকবে৷ কাজেই নজরদারিও চলবে৷শঙ্করপুর-তাজপুরের সৈকতেও নজর রাখা হচ্ছে৷ পুবালি বাতাস না-থাকায় এ বার জো

য়ার খুব ধ্বংসাত্মক হয়নি৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *