October 23, 2024

আজ, বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন। ৮০ বছরে প্রয়াত হলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

1 min read

আজ, বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন। ৮০ বছরে প্রয়াত হলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

 

আজ, বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন। ৮০ বছরে প্রয়াত হলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, সকালে প্রাতঃরাশও করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর আচমকাই তাঁর শারীরিক পরিস্থতির অবনতি হয়। কার্যত কোনও রকম চিকিৎসার সুযোগ না দিয়েই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। যদিও বিগত কয়েক বছর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যুতে বাংলার রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দলমত নির্বিশেষে নানা রাজনৈতিক ব্যক্তিত্বরা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন।

 

সকাল থেকেই তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে পৌঁছে গিয়েছেন বাম নেতা-কর্মীরা। শ্রদ্ধা জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম এবং বিমান বসুরা।এছাড়াও, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দুপুর ১২টার পর বুদ্ধদেববাবুর বাড়িতে যান তিনি। পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই তাঁকে চিনতাম। গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন কয়েকবার তাঁকে বাড়িতে দেখতেও গিয়েছি। এই মুহূর্তে আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদেরও আন্তরিক সমবেদনা জানাই।’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজ্য সরকারি কর্মচারীদের পূর্ণ দিবস ছুটিরও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পিস ওয়ার্ল্ডে থাকবে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে আলিমুদ্দিনে আনা হবে তাঁর নিথর দেহ। পরে বিকেল ৪টের সময় মিছিল করে যাওয়া হবে এনআরএসে। সেখানে তাঁর দেহদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *