October 23, 2024

রায়গঞ্জে আপাতত এইমস নয় : কেন্দ্র

1 min read

রায়গঞ্জে আপাতত এইমস নয় : কেন্দ্র

এইমস নয়, আপাতত মেডিকেল কলেজ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রায়গঞ্জকে। মঙ্গলবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, এই মুহূর্তে রায়গঞ্জ এইমসের বিষয়টি কেন্দ্রের বিবেচনায় নেই। তবে অন্য একটি প্রশ্নের জবাবে প্যাটেল বলেছেন, পশ্চিমবঙ্গে মোট ১১টি নতুন মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।রাজনৈতিক কারণে রাজ্যের জন্য বরাদ্দ এইমসকে উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে সরিয়ে এনে কল্যাণীতে করা হয়েছে। উত্তরবঙ্গের প্রতি রাজ্যের বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণের দৃষ্টান্ত হিসাবে বিজেপি বারবার এই অভিযোগ তুলেছে। সম্প্রতি রাজ্যভাগ ইস্যুতে ওঠা বিতর্কের জেরেও উঠে এসেছে রায়গঞ্জ এইমস-এর দাবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন, উত্তরবঙ্গের উন্নয়নই আমাদের লক্ষ্য।

সেই লক্ষ্যে উত্তরবঙ্গে এইমসের মতো হাসপাতাল, আইআইটি’র মতো শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে রাজ্যকেও উদ্যোগী হতে হবে। এই আবহে মঙ্গলবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে সারা দেশে ২২টি নতুন এইমস তৈরির সিদ্ধান্ত হয়েছিল। তার মধ্যে ১৯টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই প্রকল্পের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি এইমস তৈরি ও চালু হয়েছে।’২৪-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক কারণেই রায়গঞ্জ এইমসের ক্ষোভ দূর করতে উত্তরবঙ্গে রাজ্যের দ্বিতীয় এইমস গড়া নিয়ে উদ্যোগী হয়েছে বিজেপি। সেই প্রসঙ্গেই মঙ্গলবার রাজ্যসভায় উত্তরপ্রদেশ, বিহার ও জম্মু-কাশ্মীরের মতো রাজ্যে একাধিক এইমসের দৃষ্টান্ত তুলে ধরে রায়গঞ্জ এইমসের বিষয়টি নিয়ে সওয়াল করেন শমীক। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্যাটেল সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে রাজ্যের জন্য এই ধরনের কোনও প্রস্তাব কেন্দ্রের বিবেচনায় নেই।রায়গঞ্জ এইমসের মতো স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই মন্তব্যে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়বে বুঝে তড়িঘড়ি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এইমসের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভবিষ্যতে নিশ্চিতভাবেই এ বিষয়ে চিন্তাভাবনা করবে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *