October 23, 2024

বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির জেরে চরম আতঙ্কে কালিয়াগঞ্জ এলাকার ভারত_ বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের পার্শ্ববর্তী বসবাসকারী কৃষকরা

1 min read

বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির জেরে চরম আতঙ্কে কালিয়াগঞ্জ এলাকার ভারত_ বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের পার্শ্ববর্তী বসবাসকারী কৃষকরা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৬ আগস্ট:বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশে ছেড়ে চলে যাবার খবরে যখন সেদেশের একাংশ মানুষ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে পাশাপাশি ঠিক সেই সময় ভারত_ বাংলাদেশ সীমান্তে বসবাসকারী ভারতীয়দের উৎকণ্ঠা যে কয়েকগুণ বেড়ে গিয়েছে তা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত_বাংলাদেশ সীমান্তের একদম গা ঘেঁষা অনন্তপুর অঞ্চলের পচা কান্দর গ্রামের সাইদুর রহমান এবং ননি গোপাল বর্মনের কথাবার্তার মধ্য দিয়েই স্পষ্ট বোঝা যাচ্ছে।সইদুর রহমান বলেন ওপারে অর্থাৎ বাংলাদেশে হাসিনা প্রধান মন্ত্রী থাকা কালীন সীমান্তের কৃষকদের খুব একটা সমস্যা হতে দেখা যায়নি।আমাদের জমি তার কাটার ওপারে আছে।

 

বি এস এফ এর নির্দেশ মত গেট খোলা ও বন্ধ করে দেওয়া হয়।আমাদের চাষ আবাদ করতে কোন অসুবিধা হয়না।পচা কান্দর গ্রামের অপর কৃষক ননি গোপাল বর্মন বলেন হাসিনার পরিবর্তে যিনিই প্রধান মন্ত্রী হন আমরা চাই ভারত বাংলাদেশ সীমান্তে আগের মতই শান্তি।এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তের পচাকান্দর এলাকায় কাটা তারের বেড়ার পাশের বি এস এফ এর রাস্তা দিয়ে আগের তুলনায় বি এস এফ জোয়ানদের নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে বাংলা দেশে অশান্তির কারনে। দিন রাত চলছে জোয়ানদের টহলদারির সাথে সাথে মাঝে মধ্যেই কমান্ড্যান্ট সাহেবদের গাড়ি নিয়ে নজরদারি।আমরা চাই বাংলাদেশের এই ঘটনার কারনে আমাদের সীমান্ত এলাকায় তার কোন রকম প্রভাব না পরে।জানা যায় শুধু কালিয়াগঞ্জ ব্লকই নয় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ,ইসলামপুর, চোপড়া এলাকার সর্বত্রই সীমান্তে সাধারন মানুষদের কোন রকম অসুবিধা না হয় তার জন্য কঠোর নিরাপত্তার ব্যাবস্থা বি এস এফ নিয়েছে বলে জানা যায়। ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশে অবিলম্বে শান্তি ফিরিয়ে এনে সে দেশের অগ্নিগর্ভ অবস্থার দ্রুত অবসান ঘটুক উত্তর দিনাজপুর জেলার সীমান্ত বর্তি গ্রামের সাধারন মানুষের এখন একটাই প্রার্থনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *