October 23, 2024

অদক্ষ কর্মী দিয়ে ইউএসজি! প্যাথলজিক্যাল ল্যাবে হানা স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের

1 min read

অদক্ষ কর্মী দিয়ে ইউএসজি! প্যাথলজিক্যাল ল্যাবে হানা স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের

রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করেই চলছে প্যাথলজিক্যাল ল্যাব । বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের  বিবেকানন্দ মোড়ের একটি প্যাথলজিক্যাল ল্যাবে হানা দিলেন কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডাঃ শেখ মুসরাইল রহমান। অভিযোগ, ওই ল্যাবে সেইসময় ইউএসজি  করছিলেন একজন অদক্ষ কর্মী। স্বাস্থ্য আধিকারিক গিয়ে হাতেনাতে ধরতেই পালিয়ে যান ওই কর্মী।ডাঃ শেখ মুসরাইল রহমানের বক্তব্য, ‘অভিযোগের ভিত্তিতে এই ল্যাবে হানা দিয়েছি৷ সাধারণত, ইউএসজি করতে একজন রেডিওলজিস্ট অথবা সিবিইটি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার প্রয়োজন।

কিন্তু, এখানে অদক্ষ এক কর্মীকে দিয়ে চলছিল ইউএসজি। এছাড়া কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে থেকে টোকেন মারফত পাঠানো ইউএসজি করার ক্ষেত্রে এই ল্যাবের পক্ষ থেকে রোগীদের পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। যা তথ্য পেয়েছি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো।’ এদিকে এদিন প্যাথলজিক্যাল ল্যাবের আসল স্বরূপ সামনে আসতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর পরিজনরা৷ শহরের বুকে এই প্যাথলজিক্যাল ল্যাবের মালিক কে? কে বা এভাবে ইউএসজি করছিলেন? তার কোনও উত্তর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *