October 23, 2024

প্রাক্তনীদের কর্মসংস্থানের ব্যবস্থা করল কলেজ! এমনটা আগে কখনও হয়নি

1 min read

প্রাক্তনীদের কর্মসংস্থানের ব্যবস্থা করল কলেজ! এমনটা আগে কখনও হয়নি

প্রাক্তন ছাত্রছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ কলেজের। বর্তমানে চাকরির বাজারে বেশ মন্দা। তাই কলেজ পাশ করেও অনেক ছাত্র-ছাত্রীকে বেকার বসে থাকতে দেখা যায়। চাকরি না পেয়ে এক সময়ে তাঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এদিকে পুঁজির অভাবে ব্যবসা করার দিকেও এগোতে পারেন না অনেকে।

এই অবস্থায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জীবিকার কথা চিন্তা করে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় কর্মসংস্থানের সুযোগ করে দিল। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যাপক চন্দন রায় জানান, কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য একটা বড় ক্যান্টিন খোলা হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ওই ক্যান্টিন চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই ক্যান্টিনে কম দামে স্বাস্থ্যকর খাবার বিক্রি করবে কলেজেরই প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য সুলভ মূল্যে চিপস সেন্টার এবং বিভিন্ন বই-খাতা, পেন এমনকি ফটোকপিরও দোকানও খোলা হয়েছে। যা বাজার থেকে কম দামে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাই বিক্রি করবে।এই কলেজের এক প্রাক্তন ছাত্র জানান, কলেজ শেষ হয়ে যাওয়ার পর চাকরির জন্য এদিক-ওদিক ঘুরে বেড়িয়েছেন। পুঁজি না থাকায় তেমন কোনও ব্যবসাও করতে পারেননি। ফলে সংসার চালানো দুষ্কর হয়ে গিয়েছিল। অবশেষে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের মধ্যেই ক্যান্টিন চালানোর ব্যবস্থা করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতে জীবিকার সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *