এই গ্রামের পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে যেতে হয় না কাজে। ভিনরাজ্যে যায় শ্রমিকদের হাতের তৈরি কার্পেট।
1 min readএই গ্রামের পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে যেতে হয় না কাজে। ভিনরাজ্যে যায় শ্রমিকদের হাতের তৈরি কার্পেট।
কার্পেট তৈরির জন্য বিখ্যাত এই গ্রাম। কীরকম দামে বিক্রি হয় এক একটি কার্পেট জানেন কি? এই গ্রামের পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে যেতে হয় না কাজে। ভিনরাজ্যে যায় শ্রমিকদের হাতের তৈরি কার্পেট।উত্তর দিনাজপুর জেলার মালগাও-এ তৈরি হয় একের পর এক কার্পেট। যা বর্তমানে দেশ ছড়িয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে।
আগে যদিও এই গ্রামে কাজের অভাবে ভিন রাজ্যে যেতে হত শ্রমিকদের। তবে ১৯৮০ সালের পর থেকেই পাল্টে যায় গ্রামের রূপরেখা। কার্পেট, গালিচা তৈরি করেই এই গ্রামের সাধারণ মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে।গ্রামের ছেলে আবু তাহের বেনারস থেকে কার্পেট বানানো শিখে এসে গ্রামে খুলে নেন কারখানা। এরপর থেকেই বাড়ি বাড়িতে শুরু হয় কার্পেট তৈরির কাজ। জানা যায়, এই কার্পেট গুলো ১৫০ টাকা থেকে ২০০০ টাকা দামে বিক্রি করা হয়। উত্তর দিনাজপুরের মালগাও এর কার্পেট বর্তমানে ইউরোপ, আমেরিকার-সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।পুরুষ ও মহিলা মিলে এই কার্পেট তৈরির সঙ্গে যুক্ত বর্তমানে ২০০ জনের বেশি শ্রমিক। এই কার্পেট তৈরির সমস্ত কাঁচামাল আসে বেনারস থেকে। তবে আগামী দিনে যাতে বেনারসের উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয় তার জন্য মেগা কার্পেট প্রকল্প তৈরি চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান মালগাঁও এর কার্পেটের জনক আবু তাহের।